Siliguri: পথ নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার বার্তা পরিবহণ মন্ত্রীর

Last Updated:

পথ নিরাপত্তা নিয়ে আরও সচেতন করার বার্তা নতুন মন্ত্রীর। শিলিগুড়ির মাল্লাগুড়িতে মৈনাক টুরিস্ট লজে পথ নিরাপত্তা নিয়ে বৈঠক করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।

#শিলিগুড়ি : পথ নিরাপত্তা নিয়ে আরও সচেতন করার বার্তা নতুন মন্ত্রীর। শিলিগুড়ির মাল্লাগুড়িতে মৈনাক টুরিস্ট লজে পথ নিরাপত্তা নিয়ে বৈঠক করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এদিন প্রায় দু তিন ঘন্টা ধরে চলে এই বৈঠক। মন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি শিলিগুড়িতে এলেন। এদিনের এই বৈঠকে আরটিও , স্কুল ও কলেজের আধিকারিক সহ ট্রাফিক বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। শিলিগুড়ি শহরে কার্যত বেড়েই চলেছে একের পর এক দুর্ঘটনার সংখ্যা। দুর্ঘটনা যাতে না হয় সেই সচেতনতা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই তার এই বৈঠক।
 
 
advertisement
স্কুল-কলেজের সমস্ত আধিকারিক আরটিও ট্রাফিক বিভাগের সমস্ত কর্মকর্তারা এই আলোচনা সভায় যোগদান করেন কারণ স্কুল কলেজ গুলিতেই ভবিষ্যৎ প্রজন্ম বড় হচ্ছে। এবং তাদেরকে পথ নিরাপত্তা শেখাতেই কার্যত এই বৈঠক করা হয় এছাড়াও তিনি জানান প্রতিটা স্কুল এবং কলেজে পথ নিরাপত্তা নিয়ে নানান রকম সেমিনার হবে যেখানে ট্রাফিক আইন পথ নিরাপত্তা বিষয়ে শেখানো হবে।
advertisement
 
সরকারি পরিসংখ্যান অনুযায়ী , গত বছর সড়ক দুর্ঘটনায় মোট ৫০৮১ জন মারা গেছে, যেখানে ২০২০ সালে ৪৭৩৮ জন মারা গেছে এদিনের বৈঠকে পথ দুর্ঘটনা রুখতে সাবধানে গাড়ি চালানোর বিষয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী। পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে স্কুল কলেজের পড়ুয়াদের সচেতন করতে ট্রেনিং ক্যাম্প সেমিনার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী
advertisement
 
তিনি আরো জানান নতুন প্রজন্ম যদি এই নিয়মকানুন সম্পর্কে ওয়াকিবহাল থাকে তাহলে তারা তাদের পথ চলার সময় যথেষ্ট সতর্কভাবে চলতে পারবে এবং সে কারণে দুর্ঘটনাও কম হবে বলে আশাবাদী তিনি।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: পথ নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার বার্তা পরিবহণ মন্ত্রীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement