শিলিগুড়ি: ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই মহারণ। আর সেই মহারণে জয়ী ভারত। দুর্দান্ত পারফরম্যান্স করছে শিলিগুড়ির মেয়ে রিচা। ৩১ রানে অপরাজিত থাকে রিচা। রিচার তিন বলে তিনটে চার পুরো খেলার রূপ ঘুরিয়ে দেয়। আর রিচার এই সাফল্যে খুশিতে আত্মহারা রিচার পরিবার। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয় পাওয়ার পর এবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা অব্যাহত রাখলো উইমেন ইন ব্লু টিম।
মহেন্দ্র সিং ধোনি তাঁর আদর্শ। মাহির মত ম্যাচ ফিনিশার হতে চান। একাধিক সাক্ষাৎকারে এই কথা শোনা গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার-ব্যাটার রিচা ঘোষের কাছ থেকে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ উইনিং ইনিংসটা খেললেন বঙ্গতনয়া তারপর বলাই যায় ফিনিশার ধোনির মত অনেকটা গুনই রপ্ত করে ফেলেছেন রিচা। ২০ বলে ৩১ রানের ইনিংসটাই যে ভারতের ম্যাচের মোড় ঘুড়িয়েছে তা নিয়ে দ্বিমত নেই কারও।
কিছুদিন আগেই মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে গুরুত্ব পূর্ণ রোল প্লে করেছিলেন রিচা ঘোষ। দেশে ফিরে সংবর্ধনার পরই ফের উড়ে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকায়। তিতাস সাধু ও ঋষিতা বসুরা বাড়ি ফিরলেও ঘরে ফেরা হয়নি শিলিগুড়ির মেয়ের। কিন্তু ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপ খেলার কোনও ধকল বা ক্লান্তি নিজের পারফরম্যান্সে এতটুকু পড়তে দেননি রিচা। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ম্যাচ ফিনিশ করলেন বঙ্গতনয়া তা এখনও পর্যন্ত কেরিয়ারের অন্যতং সেরা ইনিংস।
এই জয়ে স্বাভাবিকভাবেই খুশি সকলে কিন্তু এখনি হাল ছেড়ে না দিয়ে বিশ্বকাপের দিকে লক্ষ্য রাখার কথা জানালেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। দিনের পর দিন খেলায় উন্নতি করে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরশীল উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ। টি ২০ বিশ্বকাপে দলে জায়গা পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে তার পারফরম্যান্স আগামী খেলাগুলোতে সাহস জোগাবে বলে মনে করছে গোটা ক্রিড়াজগৎ।
আরও পড়ুনঃ India vs Pakistan: জেমিমা-রিচা-শেফালির দুরন্ত ব্যাটিং, পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিল ভারত
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India Vs pakistan, Richa Ghosh