Siliguri News: India vs Pakistan| পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস, বঙ্গতনয়া রিচার সাফল্যে আত্মহারা শিলিগুড়ি

Last Updated:

India vs Pakistan: মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল। হাড্ডাহাড্ডি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারাল মহিলা টিম ইন্ডিয়া। ম্যাচ উইনিং ইনিংস খেললেন বাংলার রিচা ঘোষ।

+
ভারত

ভারত পাকিস্তান দ্বৈরথ রিচার দুর্দান্ত পারফরম্যান্স খুশি রিচার পরিবার

শিলিগুড়ি: ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই মহারণ। আর সেই মহারণে জয়ী ভারত। দুর্দান্ত পারফরম্যান্স করছে শিলিগুড়ির মেয়ে রিচা। ৩১ রানে অপরাজিত থাকে রিচা। রিচার তিন বলে তিনটে চার পুরো খেলার রূপ ঘুরিয়ে দেয়। আর রিচার এই সাফল্যে খুশিতে আত্মহারা রিচার পরিবার। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয় পাওয়ার পর এবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা অব্যাহত রাখলো উইমেন ইন ব্লু টিম।
মহেন্দ্র সিং ধোনি তাঁর আদর্শ। মাহির মত ম্যাচ ফিনিশার হতে চান। একাধিক সাক্ষাৎকারে এই কথা শোনা গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার-ব্যাটার রিচা ঘোষের কাছ থেকে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ উইনিং ইনিংসটা খেললেন বঙ্গতনয়া তারপর বলাই যায় ফিনিশার ধোনির মত অনেকটা গুনই রপ্ত করে ফেলেছেন রিচা। ২০ বলে ৩১ রানের ইনিংসটাই যে ভারতের ম্যাচের মোড় ঘুড়িয়েছে তা নিয়ে দ্বিমত নেই কারও।
advertisement
কিছুদিন আগেই মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে গুরুত্ব পূর্ণ রোল প্লে করেছিলেন রিচা ঘোষ। দেশে ফিরে সংবর্ধনার পরই ফের উড়ে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকায়। তিতাস সাধু ও ঋষিতা বসুরা বাড়ি ফিরলেও ঘরে ফেরা হয়নি শিলিগুড়ির মেয়ের। কিন্তু ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপ খেলার কোনও ধকল বা ক্লান্তি নিজের পারফরম্যান্সে এতটুকু পড়তে দেননি রিচা। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ম্যাচ ফিনিশ করলেন বঙ্গতনয়া তা এখনও পর্যন্ত কেরিয়ারের অন্যতং সেরা ইনিংস।
advertisement
advertisement
এই জয়ে স্বাভাবিকভাবেই খুশি সকলে কিন্তু এখনি হাল ছেড়ে না দিয়ে বিশ্বকাপের দিকে লক্ষ্য রাখার কথা জানালেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। দিনের পর দিন খেলায় উন্নতি করে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরশীল উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ। টি ২০ বিশ্বকাপে দলে জায়গা পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে তার পারফরম্যান্স আগামী খেলাগুলোতে সাহস জোগাবে বলে মনে করছে গোটা ক্রিড়াজগৎ।
advertisement
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, "এই ধরনের খেলাই আমরা সবাই চাই। একটা একটা করে ধাপ পেরোতে হবে। আনন্দ তো খুব। কিন্তু মূল লক্ষ বিশ্বকাপ। ওটাই চাই। এইসব আনন্দ ভাষায় প্রকাশ করা মুশকিল। এখন অপেক্ষা করছি বিশ্বকাপ ঘরে আনার জন্য। আনন্দ থাকলেও একটু তো চিন্তা হবেই।" খেলার পর মেয়ের সঙ্গে ফোনেও কথা হয়েছে মানবেন্দ্রবাবুর। ফোনে মেয়েকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তবে চিন্তার কারণে খেলা দেখেননি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলার পরও মাটিতে পা রিচা ঘোষের। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় জেতার পর এবার সিনিয়র দলের হয়েও একই কাজ করতে চান তিনি। সেই শুরুটা পাক ম্যাচ থেকেই শুরু করে দিলেন রিচা। মেয়ের সাফল্যে খুশি শিলিগুড়িতে রিচার পরিবার। একইসঙ্গে রিচার একের পর এক কর্মকাণ্ডে গর্বিত গোটা বাংলা।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: India vs Pakistan| পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস, বঙ্গতনয়া রিচার সাফল্যে আত্মহারা শিলিগুড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement