Siliguri News: দীর্ঘ ১৯ বছর ধরে কথা বলা পুতুল নিয়ে সমাজ সচেতনামূলক বার্তা

Last Updated:

ভেন্ট্রিলোকুইস্ট তথা কথা বলা পুতুল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের সহযোগীতায় দীর্ঘ ১৯ বছর ধরে সমাজ সচেতনতা মূলক বিভিন্ন অনুষ্ঠান করে আসছেন মাটিগাড়া ব্লকের শিবমন্দির শরৎ নগর এলাকার বাসিন্দা রাম প্রসাদ ব্যানার্জী৷

+
title=

#শিলিগুড়ি : ভেন্ট্রিলোকুইস্ট তথা কথা বলা পুতুল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের সহযোগীতায় দীর্ঘ ১৯ বছর ধরে সমাজ সচেতনতা মূলক বিভিন্ন অনুষ্ঠান করে আসছেন মাটিগাড়া ব্লকের শিবমন্দির শরৎ নগর এলাকার বাসিন্দা রাম প্রসাদ ব্যানার্জী৷ ছোটো বেলায় দূরদর্শনে ভেন্ট্রিলোকুইস্ট অনুষ্ঠান দেখে মনে জাগে ভেন্ট্রিলোকুইস্ট নিয়ে কাজ করার ইচ্ছা৷ তার পর একটি সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভেন্ট্রিলোকুইস্ট নিয়ে কাজ করার প্রশিক্ষন নেওয়া৷ সেই থেকে শুরু ভেন্ট্রিলোকুইস্ট নিয়ে কাজ করা বা অনুষ্ঠান করা৷ এর পর তিনি শুরু করেন ভেন্ট্রিলোকুইস্ট এর পুতুল তৈরিও তা দিয়ে অনুষ্ঠান৷
ধীরে ধীরে ছোটো বেলায় ভালো লাগা ভেন্ট্রিলোকুইস্ট এর খেলার নেশাকেই পেশা করে নেন তিনি৷ এযাবৎ তিনি এই নিয়েই কাজ করে চলেছেন৷ ভেন্ট্রিলোকুইস্ট যা বাংলায় মায়াস্বর৷ এই মায়াস্বরবলতে এক ধরনের পরিবেশন কলাকে বোঝানো হয়। যিনি এই খেলাটি দেখান তিনি হলেন মায়াস্বরী। একজন মায়াস্বরী মঞ্চে এমনভাবে তার কণ্ঠকে ব্যবহার করেন বা অনুষ্ঠান পরিবেশন করেন যাতে মনে হয় যে তার হাতে থাকা পুতুল তার সঙ্গে কথা বলছে৷
advertisement
advertisement
এখানে পুতুল নিয়ে মঞ্চে থাকা ব্যক্তি একটি পুতুলের মধ্যে মজাদার কথোপকথনে চলে এই উপস্থাপনা। কখনো হাসি-ঠাট্টা, কখনো জীবন দর্শন, কখনো সমাজের হালচাল নিয়ে রচিত হয় কথোপকথনের বিষয়বস্তু। এই উপস্থাপনা খুব সূক্ষ্ম হওয়া বাঞ্ছনীয় যাতে করে দর্শকদের মাঝে সন্দেহ না হয় যে দুজন একই ব্যক্তি। এভাবেই রাম প্রসাদ ব্যানার্জী এই কথা বলা পুতুল নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় সমাজ সচেতনতা মূলক অনুষ্ঠান পরিবেশন করেন৷ সমাজের সর্বস্তরের মানুষকে তিনি এই পুতুল খেলার মাধ্যমে চেতনার বার্তা দেন৷
advertisement
আরও পড়ুনঃ রাজবংশীদের দুর্গা পুজো, তান্ত্রিক মতে পুজো শতাব্দী প্রাচীন দেবী মালডাঙ্গীর!
তিনি কখনো প্লাস্টিকের দূষন, করোনা, এইডস, শিক্ষা, উপভোক্তা বিষয়ক সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন৷ দীর্ঘ ১৯বছর ধরে ভেন্ট্রিলোকুইস্ট নিয়ে কাজের অভিঞ্জতা থেকে তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে এটা নিয়ে কাজ করার কোন উৎসাহ দেখেন নি৷ এই শিল্পটি হারিয়ে যাচ্ছে৷ নতুন প্রজন্ম যদি এগিয়ে না আসে তাহলে এটি একদিন পুরোপুরি হারিয়ে যাবে৷ এতেও কেরিয়ার হতে পারে নতুন প্রজন্ম এটা শিখতে পারে৷ যদি কেউ শিখতে আগ্রহি থাকেন তাকে তিনি সমস্ত রকম সাহায্য করবেন বলে জানিয়েছেন৷
advertisement
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: দীর্ঘ ১৯ বছর ধরে কথা বলা পুতুল নিয়ে সমাজ সচেতনামূলক বার্তা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement