Siliguri News: কালো রাখি পরলেন ব্যবসায়ীরা! কী ঘটল শিলিগুড়িতে?

Last Updated:

রাখি বন্ধন উৎসবকে প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নিলেন শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ীরা। কালো রাখি পরে তাঁরা প্রতিবাদ জানালেন

শিলিগুড়ি: প্রতিবাদের ভাষাও রাখি। রাখি পূর্ণিমার দিন অভিনবভাবে কালো রাখি পরিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। এদিন কালো রাখি পরে ঘুরলেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। ব্যবসায়ীদের দাবি, তাঁদেরকে দোকান ঘরের মালিকানা দিতে হবে।
শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ীরা দোকানের মালিকানার দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন। রাখির দিনও তাঁরা সেই আন্দোলন থেকে পিছপা হলেন না। বুধবার রাখি পূর্ণিমার দিন গোটা দেশজুড়ে খুশির মধ্যে দিয়ে রাখি পূর্ণিমা পালন করা হচ্ছে। বিধান মার্কেটেও রাখি উৎসব পালন করা হয়। তবে তা প্রতিবাদ কর্মসূচি হিসেবে পালন করেন এখানকার ব্যবসায়ীরা। এদিন ব্যবসায়ী সমিতির সদস্যরা বাজারে থাকা সকল ব্যবসায়ীর হাতে কালো রাখি পরিয়ে এসজিডি-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। অবিলম্বে ব্যবসায়ীদের দোকানের মালিকানা দেওয়ার দাবি তোলা হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত বিধানচন্দ্র রায়ের আমলে তৈরি হয়েছিল এই মার্কেট। মূলত পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের রুজি রুটির জন্য এই বাজার তৈরি করা হয়। এই মুহূর্তে সেখানে দোকান ঘরের সংখ্যা প্রায় ৫ হাজার। ব্যবসায়ীদের অভিযোগ, মালিকানা পাওয়ার বিষয়টি ৬২ বছর ধরে ঝুলে রয়েছে। প্রথমে শিলিগুড়ি পুরসভা ও পরে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ দায়িত্বে এলেও সুরাহা মেলেনি। বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, আজ অবধি কোনও সুরাহা হয়নি। আমাদের মালিকানা দিতে হবে। আমাদের আর উন্নয়নের দরকার নেই।’
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: কালো রাখি পরলেন ব্যবসায়ীরা! কী ঘটল শিলিগুড়িতে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement