Hooghly News: এক অন্যরকম রাখি বন্ধনের সাক্ষী থাকল চুঁচুড়া
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
রাখি বন্ধন উৎসব উপলক্ষে এক অন্যরকম ঘটনার সাক্ষী থাকল হুগলির চুঁচুড়া। দৃষ্টিহীনরা রাখি পরিয়ে দিলেন পথচারীদের
হুগলি: রাখির সঙ্গে বাংলা ও বাঙালির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেখানে ধর্ম যেমন রয়েছে, আছে ইতিহাসের ছোঁয়া, আছে আবেগ। বঙ্গভঙ্গ আইনে যখন ভাগ হচ্ছে দুই বাংলা, সেই অশান্ত মূহুর্তকে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই শুভক্ষণ তৎকালীন সময়ে স্থানও পেয়েছিল পঞ্জিকাতে। সেই রাখি পূর্ণিমার দিন এক অন্যরকম উৎসবের সাক্ষী থাকল হুগলির চুঁচুড়ার মানুষ। দৃষ্টিহীনরা পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের এক নতুন বন্ধন গড়লেন।
আরও পড়ুন: রাখি পরল হাতি, উপহার পেল পছন্দের চাল-কলা
মঙ্গলবার সকালে চুঁচুড়ার ঘড়িরমোর এলাকায় রাখি বন্ধন উৎসবে সামিল হন বেশ কিছু দৃষ্টিহীন। যারা রাখি পরাচ্ছিলেন তাঁরা সকলেই ট্রেনে-বাসে গান গেয়ে উপার্জন করেন। চুঁচুড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থা এমনই ৩৫ জন দৃষ্টিহীনকে নিয়ে এই রাখি উৎসবের আয়োজন করেন।
advertisement
advertisement
এই উৎসবে অংশ নেওয়া দৃষ্টিহীন শ্রীবাণী পাল বলেন, রাখির এই অভিজ্ঞতা জীবনে প্রথমবা। এর আগে তাঁরা কখনও এইভাবে রাখি পূর্ণিমা পালন করেননি। তাঁরা যে যার নিজের বাড়িতে রাখি তৈরি করে নিয়ে এসেছেন। পথ চলতিদের রাখি পরিয়ে তাঁরা যে মানসিকভাবে তৃপ্ত সেটাও জানান।
এই রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা রবি পাল বলেন, দৃষ্টিহীনদের নিয়ে আগাগোড়া কাজ করছেন। অসহায় মানুষগুলোর মুখে আরেকটু হাসি ফোটানোর জন্য এই আয়োজন করেন।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2023 4:57 PM IST








