Siliguri News: পুজোর আগেই নতুন বাস টার্মিনাস শিলিগুড়িতে

Last Updated:

শিলিগুড়ি শহরের তিনবাত্তি মোড়ের কাছে এই নতুন বাস টার্মিনাসটি গড়ে উঠছে। বাগড়াকোটের লোকাল বাসস্ট্যান্ড থেকে যে বাসগুলি এখন ছাড়ে তা আগামীদিনে ওই টার্মিনাস থেকে ছাড়বে।

+
title=

শিলিগুড়ি: দুর্গাপুজোর আগেই নতুন বাস টার্মিনাস পেতে চলেছে শহরবাসী। আগামী তিন মাসের মধ্যেই এই নয়া বাস টার্মিনাসটি তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে শিলিগুড়ি পুরনিগম সূত্রে খবর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ও শিলিগুড়ি পুরনিগম যৌথ উদ্যোগে এই বাস টার্মিনাসটি তৈরি করছে।
শিলিগুড়ি শহরের তিনবাত্তি মোড়ের কাছে এই নতুন বাস টার্মিনাসটি গড়ে উঠছে। বাগড়াকোটের লোকাল বাসস্ট্যান্ড থেকে যে বাসগুলি এখন ছাড়ে তা আগামীদিনে ওই টার্মিনাস থেকে ছাড়বে। তিনবাত্তি মোড়ের কাছে বাস টার্মিনাস তৈরির কাজ কতদূর এগুলো তা খতিয়ে দেখতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সঙ্গে ছিলেন এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
advertisement
advertisement
শহরের যানজট সমস্যার সমাধান করতে উঠেপড়ে লেগেছে শিলিগুড়ি পুরনিগম। গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিকল্প রাস্তা তৈরি না হওয়ায় প্রতিদিন কার্যত গাড়ির জঙ্গল দেখা যায় শিলিগুড়িতে। তার ফলে অবধারিত হয়ে ওঠে যানজট। এই অবস্থায় শহরের মধ্যে বড় গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। আর সেই কারণেই বেশ কিছু বাসস্ট্যান্ড শিলিগুড়ির প্রাণকেন্দ্র থেকে সরিয়ে শহর লাগোয়া এলাকায় নিয়ে যা‌ওয়ার চেষ্টা চলছে। তারই অংশ হিসেবে তিনবাত্তি মোড়ে এনবিএসটিসি’র পরিতক্ত জায়গায় এই বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
নতুন বাস টার্মিনাস তৈরির কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব বলেন, পুজোর আগেই বাস টার্মিনাসের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে। ২.৪ একর জমিতে এটি গড়ে উঠছে। এখান থেকে ২৩ টি বাস চলাচল করবে। শিলিগুড়ির কোর্টমোড়ের লোকাল বাসস্ট্যান্ডটিকে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রথম পর্যায়ে ১ কোটি ২৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আগামী তিনমাসের মধ্য এই বাস স্ট্যান্ড থেকে বাস পরিষেবা চালু করা হবে বলে প্রতিশ্রুতি দেন মেয়র।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পুজোর আগেই নতুন বাস টার্মিনাস শিলিগুড়িতে
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement