Alipurduar News: গরমে পুড়ছে ডুয়ার্স, বিদ্যুৎহীন সীমান্তের গ্রাম
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
গত এক সপ্তাহ ধরে তীব্র গরমে হাঁসফাঁস করছে সমগ্র আলিপুরদুয়ার। এখানকার গরম দক্ষিণবঙ্গকেও হার মানিয়ে দেওয়ার জোগাড়। তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে।
আলিপুরদুয়ার: এই তীব্র গরমে যখন পাখার তলায় বসেও স্বস্তি মিলছে না ঠিক সেই সময় বিদ্যুৎহীন গোটা গ্রাম! বাধ্য হয়ে বাড়ি ছেড়ে হাতপাখা নিয়ে গাছের তলায় আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। যদি একটু শান্তির খোঁজে মেলে! গাছতলাই এখন অসম সীমান্তবর্তী পাকড়িগুড়ি নামাপাড়ার বাসিন্দাদের আশ্রয়স্থল।
আরও পড়ুন: সামনেই বর্ষা, আতঙ্কে নকুণ্ডা
গত এক সপ্তাহ ধরে তীব্র গরমে হাঁসফাঁস করছে সমগ্র আলিপুরদুয়ার। এখানকার গরম দক্ষিণবঙ্গকেও হার মানিয়ে দেওয়ার জোগাড়। তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। এমন সময়ে টানা বিদ্যুৎ না থাকায় হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে সীমান্তবর্তী প্রত্যন্ত পাকড়িগুড়ি নামাপাড়ায়। এই পরিস্থিতিতে একটু স্বস্তির খোঁজে গাছতলায় হাতপাখা হাতে বসে থাকছেন গ্রামবাসীরা। তবে এই গরমে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড কষ্ট পাচ্ছে শিশুরা। তাদের কান্না কিছুতেই থামছে না।
advertisement
advertisement
কদিন আগে হঠাৎ ঝড় উঠে রাতের অন্ধকারে এই এলাকার ট্রান্সফর্মারটি বিকল হয়ে পরে। কিন্তু তারপর থেকে সেটি আর সরানো হয়নি। ফলে বিদ্যুৎ ছাড়াই দিন কাটাতে বাধ্য হচ্ছেন কয়েকশো মানুষ। এই অবস্থায় রাতেও ঘুমোতে পারছেন না গ্রামবাসীরা। অল্পবয়সীদের পাশাপাশি অসুস্থ প্রবীণদের কষ্ট সবচেয়ে বেড়েছে। কিন্তু কবে এলাকায় বিদ্যুৎ সংযোগ আসবে সেই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 03, 2023 4:39 PM IST








