Hooghly News: সামনেই বর্ষা, আতঙ্কে নকুণ্ডা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
গত বছর বর্ষাকালে হুগলির এই গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘরবাড়ি ভেসে যায়, ফসলের সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
হুগলি: আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি। তাতেই আতঙ্কে ভোগ দিয়ে শুরু করেছে গোঘাটের নকুণ্ডার বাসিন্দারা। কারণ বর্ষাকালে বন্যায় ভেসে যাওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই গ্রামের। একটু বেশি বৃষ্টি হলেই সমস্ত কিছু ডুবে যায়। স্বাভাবিকভাবেই বন্যার ধাক্কায় ঘরবাড়ি, ফসল থেকে শুরু করে ঘর সংসারের জিনিসপত্র সবকিছুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণ বাঁচাতে বাড়ি ঘরদোর ছেড়ে বর্ষাকালে উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন এখানকার মানুষ।
গত বছর বর্ষাকালে হুগলির এই গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘরবাড়ি ভেসে যায়, ফসলের সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বহু গবাদি পশুরও মৃত্যু হয়েছিল। প্রাণ বাঁচাতে এলাকার স্কুলের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিলেন গ্রামবাসীরা। এর মধ্যে এলাকার সেচ ব্যবস্থা সহ কোনও কিছুরই আলাদা করে পরিবর্তন না হওয়ায় আবার বর্ষাকালে বন্যার আশঙ্কায় ভুগতে শুরু করেছে এই গ্রামের মানুষ।
advertisement
advertisement
যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, নকুণ্ডা বন্যা কবলিত এলাকা হলেও আগের থেকে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। বিভিন্ন জায়গায় বাঁধ মেরামতের কাজ করা হয়েছে। তাই এবার আর বন্যার আশঙ্কা ততটা নেই বলে তিনি জানান। যদিও তাতে গ্রামবাসীদের আতঙ্ক কমছে না
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 4:20 PM IST