Darjeeling News: করিনা কাপুরের পর গায়ক অমিত কুমার! দার্জিলিংয়ে কী করছেন কিশোর তনয়!

Last Updated:

দশকের পর দশক ধরে বলিউড এবং টলিউডের প্রিয় শ্যুটিং স্পট দার্জিলিং। আবার নতুন করে পাহাড় রাঙিয়ে সেই পুরনো গৌরব ফিরে আসছে দার্জিলিং জুড়ে।

+
দার্জিলিংয়ে

দার্জিলিংয়ে কিশোর কুমারের ছেলে অমিত কুমার

#শিলিগুড়ি: প্রখ্যাত গায়ক অভিনেতা কিশোর কুমারের ছেলে অমিত কুমারকে দেখা গেল দার্জিলিংয়ে। একটি ভিডিও গানের শ্যুট করতে তিনি বেশ কয়েকদিন দার্জিলিংয়ে রয়েছেন৷ বুধবার সেই কাজ সেরে তিনি ফিরে যাবেন মুম্বইয়ে। এদিন তাঁকে দার্জিলিংয়ের মিরিক মহকুমার সৌরণী এলাকার একটি বিলাসবহুল রিসর্টে শ্যুটিং করতে দেখা গিয়েছে। অমিত কুমারকে দেখতে স্থানীয় মানুষেরা ভিড় জমান সেখানে। জানা গিয়েছে একটি গানের বেশ কয়েকটি দৃশ্যের কাজ এখানে করা হয়।
আরও পড়ুন Siliguri News: শিলিগুড়ির মেয়রের ওয়ার্ডে ভয়ানক কাণ্ড! নর্দমা পরিষ্কার করতে গিয়ে ‌যা মিলল চোখ কপালে উঠবে
দশকের পর দশক ধরে বলিউড এবং টলিউডের প্রিয় শ্যুটিং স্পট দার্জিলিং। আবার নতুন করে পাহাড় রাঙিয়ে সেই পুরনো গৌরব ফিরে আসছে দার্জিলিং জুড়ে । চলছে রমরমিয়ে শ্যুটিং। মাঝে বিক্ষোভ আন্দোলনের জেরে বহুদিন কাজ বন্ধ ছিল। তবে এখন দেদারে চলছে। টিনসেল টাউনের আনাগোনা বাড়ায় দার্জিলিং আবার চলচ্চিত্র পর্যটনের ম্যাপে জায়গা করে নিয়েছে।
advertisement
আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
পুরনো যে কয়েকটা সিনেমা এখানে শ্যুট হয়েছে যেমন বরসাত , কাঞ্চনজঙ্ঘা, আয়ে দিন বাহার কে, বাহারো কি মঞ্জিল , ঝুক গায়া আসমান, মহল, আরাধনা, হামরাজ। সত্তরের দশকে এক ঝাঁক বলিউড সিনেমার শ্যুটিং হয় দার্জিলিংয়ে । মাঝে ৯০ এর দশকে সেরকমভাবে সিনেমা না হলেও ২০০০ সাল থেকে আবার নতুন করে উন্মাদনা দেখা যায় দার্জিলিংয়ে কাজ করার। মিস্টার মিসেস আইয়ার ,ম্যায় হু না, বারফি, কাহানি ২ র মত বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে। কিছুদিন আগেও করিনা কাপুর তার নতুন ছবির শ্যুট করে গেলেন। অমিত কুমারকে দেখতে ভক্তদের ভিড় উপচে পড়ে এদিন।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Darjeeling News: করিনা কাপুরের পর গায়ক অমিত কুমার! দার্জিলিংয়ে কী করছেন কিশোর তনয়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement