Janmashtami 2023: আপনি ফ্যাশনে ভাসলেই চলবে, ‘এই’ বাজারে দেদার বিকোচ্ছে ঠাকুরের জন্য ট্রেন্ডি পোশাক-গয়না

Last Updated:

Janmashtami 2023: ঠাকুরের পোশাকেও এবার ফ্যাশানের ছোঁয়া! কোথায় মিলছে বাড়ির প্রতিমার এই জামাকাপড়? রইল ঠিকানা

+
সামনেই

সামনেই জন্মাষ্টমী , গণেশ চতুর্থী পুজো

শিলিগুড়ি : পুজো আসছে! নতুন পুজোর ফ্যাশনে মেতে উঠবে গোটা বাংলা। পুজোর দিন নতুন নতুন জামাকাপড় পরে ঘুরতে বেরোনোর মজাই আলাদা। বিশেষ দিনে আপনি সাজবেন আর বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য সাজবেন না তাই আবার হয় নাকি! ঝুলন চলছেই, সামনেই জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, পুজো। আছে নন্দ উৎসবও।
তাই দেরি না করে প্রিয় গোপালের পোশাক কিনতে চাইলে আসুন শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির রোডে। বিভিন্ন ঠাকুরের জামাকাপড়ের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এখানে। শুধু জামাকাপড়ই নয়, ঠাকুরের যাবতীয় মালা, গয়না , মুকুট, পাগড়ি, সহ আপনার প্রিয় দেব-দেবীকে সাজানোর সমস্ত উপকরণ পাওয়া যায় এই দোকানে।
advertisement
প্রসঙ্গত, এখন ঠাকুরের নতুন ট্রেন্ডি জামা কাপড়ের ফ্যাশন। অর্থাৎ এখন শুধু সাধারণ মানুষই নন, বাড়ির ঠাকুরও ফ্যাশনাবেল পোশাক পরছেন৷ অর্থাৎ তাঁদেরও জামা কাপড়ের ফ্যাশনে আমূল পরিবর্তন হয়েছে। প্রতিটি বাড়িতেই নানা দেবদেবীর মূর্তি থাকে । তাঁদের সাজাতে নানান সামগ্রী দরকার । তাই মানুষের পোশাকাদি কেনার যেমন দোকান রয়েছে ঠিক তেমনি ঠাকুরের ও পোশাক এবং গয়না কেনারও দোকান রয়েছে।
advertisement
পুজোর আগে দেদার বিকোচ্ছে, ঠাকুরের ঘাঘরা, লেহেঙ্গা, মুকুট আরও কত কী।  একটি দোকানের মালিক শুভ পাল জানান, ” মানুষের মতো এখন দেব-দেবীদেরও জামা কাপড়ের ফ্যাশন হয়েছে। মানুষ নিজের থেকে নিজেদের বাড়ির ঠাকুরকে বেশি সুন্দর করে সাজাতে চায় ।’’
advertisement
ঠাকুরের সামগ্রী কিনতে আসা নীতেশ গোয়ালা জানান, ” আমরা এখানে ঠাকুরের জন্য শপিং করতে এসেছি মুকুট এবং লেহেঙ্গা, গয়না কিনে ঠাকুরকে একদম রাণীর বেশে সাজানো হবে । সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। বাড়ির পুজো হলেও আমরা উৎসবের মত করে পালন করে থাকি।”
দোকানের মালিক শুভ পাল আরও জানান,  “মানুষের থেকে বেশি এখন ঠাকুরের জামাকাপড়ের ফ্যাশন হয়েছে। এই সময় পুজোর সিজন স্টার্ট হচ্ছে, সামনেই জন্মাষ্টমী গণেশ পুজো,দুর্গা পুজো। প্রচুর কাস্টমার থাকে আমাদের রীতিমত জিনিস দিতে হিমশিম খেতে হয়।”
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Janmashtami 2023: আপনি ফ্যাশনে ভাসলেই চলবে, ‘এই’ বাজারে দেদার বিকোচ্ছে ঠাকুরের জন্য ট্রেন্ডি পোশাক-গয়না
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement