Siliguri News : শিলিগুড়িতে এবার অক্ষরধাম মন্দির, পুজো দেখার অধীর অপেক্ষা শুরু

Last Updated:

বিহারমোড় দুর্গাপুজো কমিটির পুজা ৷ এবছর তাদের ৪৫তম বর্ষের পুজা৷তাদের পুজোর থিম অক্ষর ধামের মন্দির ৷

+
শিলিগুড়িতে

শিলিগুড়িতে এবার অক্ষরধাম মন্দির

#বাগডোগরা: পরিপূর্ণ ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের ধাঁচে তৈরি অপূর্ব অক্ষরধাম মন্দিরটি এবার দেখা যাবে বিহার মোড়ের পুজোয়। বাকি আর মাত্র কটা দিন তার পরেই বাংলা ও বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজা ৷ এ সময় তাই দুর্গাপুজো আয়োজকদের মধ্যে চলছে জোর কদমে প্রস্তুতি৷ বাগডোগরা এলাকায় যে সমস্ত দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম হল বিহারমোড় দুর্গাপুজো কমিটির পুজা ৷
এবছর তাদের ৪৫তম বর্ষের পুজা৷ বিগত দুই বছর করোনা অতিমারীর করনে বিগত দুই বছর ছোট করে পুজো করলেও এবছর ধুমধাম করেই পুজো করছেন তারা ৷ এবছর তাদের পুজোর থিম অক্ষর ধামের মন্দির ৷ অক্ষর ধামের মন্দিরের আদলে তৈরী হচ্ছে মন্ডপ। পাশাপাশি থাকছে মন্ডপের সামনে অক্ষর ধামের মতো পার্ক ও ৩০ফুট উঁচু ফোয়ারা ৷ মন্দিরের মধ্যে ২০,০০০ মূর্তি ও হিন্দু দেব-দেবী, সাধু-আচার্যদের স্থাপত্য রয়েছে জার কাজ খুব নিখুঁত ভাবে শিপি রা করে চলেছে।
advertisement
আরও পড়ুন: উলুবেড়িয়ার পুজোয় এবার নারীশক্তির বন্দনা, সেজে উঠছে মণ্ডপ
গোটা মন্দিরটিকে এমন ভাবে সাজানো হবে যেনো দেখতে মনে হয় রাজস্থানের গোলাপী বেলেপাথর ও ইতালীয় কারারা মার্বেল বলে জানালেন ক্লাব কর্তৃপক্ষ। হিন্দু সংস্কৃতি ও ভারতের ইতিহাসকে মিলিয়ে মণ্ডপের বহু অংশে হাতির স্থাপত্য বানানোর কাজ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে। এছাড়া অক্ষরধামের মন্দিরের আদলে রয়েছে পদ্ম ফুলের ধাঁচে বিশালাকার সুদৃশ্য বাগান, যা যোগী হৃদয় কোমল নামে পরিচিত।পুজোর পাশাপাশি থাকছে তাদের সমাজ সেবা মূলক কাজ বলে জানালেন ক্লাবের সদস্যরা।
advertisement
advertisement
ঠিকানা : বিহার মোড়, রেলওয়ে ময়দান।
ফোন নম্বর : 98323-41613
গত দু'বছর কোভিডের জন্য মন্ডপের ভেতরে ঢোকা দর্শনার্থীদের মন্ডপের সামনে জমায়েতের ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয়। তবে এবার সেসব কিছুই নেই দর্শনার্থীরা প্রতিমা দেখার পাশাপাশি মাঠে বসে আড্ডাও দিতে পারবেন। বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। এছাড়া থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জা থেকে শুরু করে অক্ষর ধামের মতোই পার্ক। ক্লাবের সম্পাদক লাল্টু সাহা কথায় ডাকের সাজের প্রতিমা তৈরি হচ্ছে এবারে ও আলোকসজ্জার দায়িত্বে শিলিগুড়ি শিল্পিরা রয়েছেন ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News : শিলিগুড়িতে এবার অক্ষরধাম মন্দির, পুজো দেখার অধীর অপেক্ষা শুরু
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement