Howrah News: উলুবেড়িয়ার পুজোয় এবার নারীশক্তির বন্দনা, সেজে উঠছে মণ্ডপ

Last Updated:

পুজোয় নারীশক্তির বন্দনা, শিল্পীর সৃজনশীল ভাবনার প্রতিফলন।

উলুবেড়িয়ার পুজোয় এবার নারীশক্তির বন্দনা
উলুবেড়িয়ার পুজোয় এবার নারীশক্তির বন্দনা
#হাওড়া: উলুবেড়িয়ার পুজোয় নারীশক্তির বন্দনা, শিল্পীর সৃজনশীল ভাবনার প্রতিফলন। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পার হলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, ধীরে ধীরে মানুষ থিম পুজোয় মেতেছে, অধিকাংশ সার্বজনীন দুর্গোৎসব মন্ডপে থিমের ছটা! এবার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি মন্ডপে মন্ডপে।
প্রাচীনকাল থেকেই নারীশক্তির আরাধনায় ব্রতী হয়েছে মনুষ্য জাতি। নারী কখনও জননীরূপে অপত্যস্নেহে নমনীয়, কখনও কালীরূপে প্রলয়ঙ্করী, আবার কখনও দুর্গারূপে দশভূজা হয়ে ত্রিশূল ধরেছেন দুষ্টের দমনে। নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এবার পুজোয় নারীশক্তির বন্দনাকে থিম আকারে তুলে ধরছে উলুবেড়িয়ার বানিতলা এন্ট্রি ট্যাক্স পেয়ার্স অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: পুজোয় ঘরে আলপনা খুবই সুন্দর, কিন্তু কোন ডিজাইনে মঙ্গলাচার হয় না জানুন
প্রথিতযশা শিল্পী রমেশ দাসের ভাবনায় গড়ে উঠছে পুজো মন্ডপ। হাতে আর মাত্র কয়েকটা দিন। তাই জোরকদমে মন্ডপসজ্জার কাজ চলছে। বাঁশের থালা, বেতের কুলো, মাটির ভাঁড়ের পাশাপাশি চুলের ফিতা, শাঁখা-পলা সহ বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রী মন্ডপ সজ্জায় ব্যবহৃত হচ্ছে। শিল্পীর ভাবনায় ও তুলির টানে যেমন সেজে উঠছে মন্ডপ তেমনই মন্ডপে ব্যবহার করা হচ্ছে অসংখ্য হাতে আঁকা পটচিত্র ও রঙিন কাগজের হাতের কাজ। শিল্পী রমেশ দাসের কথায়, সময় বদলেছে, বদলেছে মানসিকতা।
advertisement
advertisement
কুসংস্কার ও প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে আজ নারীরা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে সমানভাবে পারদর্শী। তাঁদেরকে সম্মান জানাতেই এই ভাবনা। তিনি জানান, নারীশক্তির বন্দনার পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্প ও সৃজনশীল ভাবনাকে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে মন্ডপে তুলে ধরা হচ্ছে। এসব ফুটিয়ে তুলতেই এখন জোরকদমে কাজ চালাচ্ছেন শিল্পী রমেশ দাস ও রাঙামন আর্ট স্কুলের প্রায় তিরিশ জন ছাত্রছাত্রী।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: উলুবেড়িয়ার পুজোয় এবার নারীশক্তির বন্দনা, সেজে উঠছে মণ্ডপ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement