#শিলিগুড়ি: অনর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম বছরেই জয়লাভ করল ভারত। ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাস্ত করে সেরার শিরোপা তুলেছে রিচা ঘোষরা। গর্বিত গোটা দেশ সহ শিলিগুড়ির সকলে। এদিন বিশ্বকাপজয়ী রিচার বাড়িতে সৌজন্য সাক্ষাৎকারে গেলেন মেয়র গৌতম দেব।
তিনি বলেন এটা অত্যন্ত খুশির পাড়ার মেয়ের হাত ধরে বিশ্বকাপ জয়, অত্যন্ত গর্ব হচ্ছে এবং রিচা ফিরে এলে নাগরিক সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে মেয়রের। একইসঙ্গে ঋদ্ধিমান সাহাকেও নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা জানান তিনি। তবে শিলিগুড়ি থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসলেও খেলার জন্য পর্যাপ্ত মাঠ নেই। তাই ক্রিকেটের প্র্যাকটিস মাঠ বানাতে উদ্যোগী পুরনিগম।
আরও পড়ুন - Health Tips: শীতকালের এই সস্তার ফল কামাল করে, ডায়াবেটিস হবে কন্ট্রোল, বাড়াবে হাড়ের জোর, গুণ লুকিয়ে অনেক
রিচার মা স্বপ্না ঘোষ জানান, ‘‘ছোটবেলা থেকেই অন্যান্য খেলাধুলার তুলনায় ক্রিকেটেই মন ছিল রিচার। তাই আমরা আবার জোর করিনি। আজ মেয়ে দেশের হয়ে বিশ্বকাপ খেতাব নিয়ে এসেছে এটাই আমার কাছে গর্ব। ’’
আরও দেখুনফাইনাল খেলার দিন সকালেই বাড়ির সমস্ত কাজ সেরে টিভির সামনে বসেছিলেন রিচার মা স্বপ্না ঘোষ। শিলিগুড়ি শহরের হাতি মোড়ের বাড়িতে কখনও হাততালি তো কখনও উদ্বেগ এবং শেষে উচ্ছ্বাস আর আবেগ। ভারতের জয়ের পরে উল্লাসে ফেটে পড়লেন বাড়ির সবাই। তারপরেই বাড়িতে সকাল থেকে মিষ্টি খাওয়ানোর পর্ব শুরু হয়েছে।
বিকেলে মেয়র এসে ফুলের তোড়া রিচার মায়ের হাতে তুলে দেন। মেয়রকে মিষ্টিমুখ করতে ভুলেলেন না রিচার মা। শিলিগুড়ি থেকে আরেক ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ভারতের হয়ে খেলেছেন ৷ যা নিয়ে রিচার কোচ গোপাল সাহা বলেন, ‘‘ঋদ্ধিমান সাহা, রিচা ঘোষের মতো খেলোয়াড় শিলিগুড়ি থেকে ভারতীয় দলে জায়গা পেয়েছে। কিন্তু শিলিগুড়িতে একটা খেলার মাঠ নেই ৷ শহরের বাইরে ভাড়া করা মাঠে প্র্যাকটিস করতে হয় ৷’’
এ প্রসঙ্গে মেয়র বলেন, ‘‘সত্যি শিলিগুড়িতে পরিকাঠামোগত অভাব রয়েছে তবে খুব শীঘ্রই ক্রিকেটের প্র্যাকটিসের জন্য মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে৷’’ তিনি আশাবাদী রিচার সাফল্যই আগামিদিনে শিলিগুড়ি-সহ বাংলার আরও অনেক মেয়েকে ক্রিকেটার হওয়ার জন্য অনুপ্রাণিত করবে ৷
Anirban Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Richa Ghosh, Siliguri, Wriddhiman Saha