সেনা-জঙ্গি গুলির লড়াই, সোপিয়ানে খতম ৭ জঙ্গি
Last Updated:
সোপিয়ানের দ্রাগাদে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ সাত জঙ্গি ৷ গুলির লড়াইয়ে গুরুতর আহত দুই জওয়ান ৷ জীবিত অবস্থায পাকড়াও হয় আরও এক জঙ্গি ৷
#জম্মু ও কাশ্মীর: সোপিয়ানের দ্রাগাদে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ সাত জঙ্গি ৷ গুলির লড়াইয়ে গুরুতর আহত দুই জওয়ান ৷ জীবিত অবস্থায পাকড়াও হয় আরও এক জঙ্গি ৷ অনন্তনাগের দায়ালগামে গত রাতে সেনার গুলিতে মারা যায় ১ জঙ্গি ৷ মৃত জঙ্গির নাম উমর হায়াত ৷
রবিবার ভোর রাত থেকে দিয়ালগাম এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয় ৷ নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে সোপিয়ান এলাকায় প্রায় সাত থেকে আটজন জঙ্গির একটি দল লুকিয়ে রয়েছে ৷ তারপরই শুরু হয় তল্লাশি-অভিযান ৷ পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গুলির লড়াই ৷
advertisement
advertisement
এলাকায় বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে বানিহাল এবং শ্রীনগরের মধ্যে রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ কাশ্মীরের কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ৷
view commentsLocation :
First Published :
April 01, 2018 10:54 AM IST