Purulia News : সুষ্ঠুভাবে টেট পরীক্ষার সম্পন্ন হল ঝালদায়, ছিল কড়া নজরদারি
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া জেলার ঝালদা মহকুমায় পাঁচটি টেট কেন্দ্র তৈরি করা হয়েছিল। সুষ্ঠুভাবেই টেট পরীক্ষা সম্পন্ন হয় এই দিন।
#পুরুলিয়া: শুরু হয়েছে টেট পরীক্ষা। রবিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার ও রাজ্য শিক্ষা দফতর।
রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়াতে হয়েছে টেট পরীক্ষা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরুলিয়া জেলার ঝালদা মহাকুমাতে টেট পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসেন। ঝালদায় মোট পাঁচটি টেট পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছিল। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুরে ফেলা হয়েছিল টেট পরীক্ষা কেন্দ্র গুলিকে। ছিল কড়া পুলিশি নজরদারি।
advertisement
advertisement
পরীক্ষা কেন্দ্রের এলাকা গুলিতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। সরকারি সমস্ত নির্দেশিকা মেনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল।
দীর্ঘ পাঁচ বছর পর টেট পরিক্ষা দিতে পেরে খুশি পরিক্ষার্থীরা। পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। তারা আশাবাদী পরীক্ষার ফলাফল খুবই ভালো হবে। ২০১৭ সালের পর ২০২২ অর্থাৎ দীর্ঘ পাঁচ বছর পর টেট পরীক্ষা হল রাজ্যে। তাই টেট পরীক্ষায় কোনরকম খামতি রাখতে চাইনি রাজ্য সরকার।
advertisement
Sharmistha Banerjee
Location :
First Published :
December 11, 2022 7:48 PM IST