Purulia News: উপহার আনায় নিষেধাজ্ঞা, শিক্ষক দিবসে 'সাম্যের' পাঠ বেসরকারি স্কুলের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
শিক্ষক দিবসের দিন অনন্য নজির গড়ল পুরুলিয়ার এক বেসরকারি স্কুল। পড়ুয়াদের 'সাম্যের' পাঠ দিতে উপহার আনতে বারণ করা হল
পুরুলিয়া: মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক-শিক্ষিকারা। জীবনে চলার পথে সঠিক দিশা দেখান তাঁরা। তাঁদের দেখানো পথে হেঁটেই শুরু হয় পথচলা। ৫ সেপ্টেম্বর দেশের প্রথম উপরাষ্ট্রপতি ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হয় গোটা ভারতজুড়ে। এবারের শিক্ষক দিবসে অনন্য নজির গড়ল পুরুলিয়ার এক বেসরকারি স্কুল।
সাধারণত শিক্ষক দিবসে দেখা যায় পড়ুয়ারা নানান রকম উপহার, ফুল নিয়ে স্কুলে হাজির হয় প্রিয় শিক্ষককে দেবে বলে। তবে পুরুলিয়ার এক বেসরকারি স্কুলে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। শিক্ষক দিবস উপলক্ষে ওই স্কুলের দেওয়ালে টাঙানো হয়েছে একটি পোস্টার। যাতে লেখা আছে, শিক্ষকদের জন্য কোনরকম উপহার আনা যাবে না!
advertisement
advertisement
এমন নির্দেশের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই বেসরকারি স্কুলের কর্ণধার সুদিন অধিকারী বলেন, স্কুলের ছাত্র-ছাত্রীদের বলা হয়েছে তাদের বাড়ির টবে থাকা ফুল আনতে। সেই ফুল ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবিতে তারা অর্পণ করবে। তিনি আরও বলেন, উপহার আর্থিক বৈষম্য প্রকাশ করে। ছোট ছোট শিশুদের মধ্যে যাতে এই বৈষম্যের প্রভাব না পড়ে তার জন্যই শিক্ষক দিবসের দিন স্কুলে উপহার আনতে বারণ করা হয়েছে। ওই বেসরকারি স্কুলের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন শিক্ষাবিদদের একাংশ
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 3:11 PM IST