Purulia News : মিড ডে মিলের খাবার চেটেপুটে খাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, জেনে নিন কোথায়

Last Updated:

পড়ুয়াদের খাবারের মান পরীক্ষা করতে মিড ডে মিলের খাবার খেয়ে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

মিড ডে মিলের ব্যবস্থা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
মিড ডে মিলের ব্যবস্থা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
#পুরুলিয়া : পড়ুয়াদের মিড ডে মিলের খাবার খেয়ে গুণমান যাচাই করে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন , নির্বাচনের প্রাক্কালে আবাস যোজনা পাশাপাশি স্কুলের মিড ডে মিলে ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যে হাজির হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
শনিবার পুরুলিয়া জেলার দুটি ব্লকের মোট সাতটি স্কুল ঘুরে, মিড ডে মিলের মান , পরিকাঠামো সবকিছুই খতিয়ে দেখেন তারা। যাচাই করে দেখা হয় পড়ুয়াদের স্বাস্থ্য , পুষ্টি এবং ওজন সংক্রান্ত সমস্ত বিষয়। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে যথাযথ সহযোগিতা করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা ও জেলা শিক্ষা দফতরের আধিকারিকেরা।
advertisement
advertisement
এই দিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে পরিদর্শন করেন বিদ্যালয় গুলি। একটি দল যায় নিতুড়িয়া ব্লকের উদ্দেশ্যে ও অপর দল যায় রঘুনাথপুরের এক নম্বর ব্লকের উদ্দেশ্যে। সমস্ত জায়গাতেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিক ও শিক্ষা দফতরের আধিকারিকেরা।
advertisement
নিতুড়িয়া ব্লক পরিদর্শন করার সময় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ছিলেন নিতুড়িয়ার বিডিও , জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সহ আরও অনেকে। এই দিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা নিতুড়িয়া ব্লকের যে সকল স্কুলগুলি পরিদর্শন করেন সেগুলি হল - কুঠিবাড়ি প্রাথমিক , নিতুড়িয়া প্রাথমিক , বড়তোড়িয়া হাই স্কুল ও বিন্দুডি প্রাথমিক স্কুল পরিদর্শন করেন।
advertisement
অপরদিকে রঘুনাথপুর ব্লকের রঘুনাথপুর বাবু গ্রাম হাই স্কুল , শাখা হাই স্কুল পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের অপর একটি টিম। এই দিন তাদের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক , জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক সহ আরও অনেকে। পরিদর্শনের পাশাপাশি মিড ডে মিলের রান্নার জায়গা , খাবারের মান সমস্ত কিছুই খতিয়ে দেখেন তারা। মিড ডে মিলে খাবারের মান যাচাই করতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা সেই খাবার খেয়েও দেখেন।
advertisement
এছাড়াও মিড ডে মিলের রান্নার কাজে জড়িত যে সকল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন তাদের সাথেও কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বারবার মিড ডে মিলের খাবার নিয়ে রাজ্য জুড়ে উঠে এসেছে একাধিক অভিযোগ। তাই সমস্ত বিষয়কে সরজমিনে খতিয়ে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : মিড ডে মিলের খাবার চেটেপুটে খাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, জেনে নিন কোথায়
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement