Purulia News | Viral Video : গ্রামের কেউ তিন বছর ধরে কথা বলে না! কী দোষ পরিবারের! জানলে শিউরে উঠবেন

Last Updated:

Purulia News | Viral Video :  গোটা পরিবারে আতঙ্ক! শুনুন কাহিনি

+
ডাইনি

ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়া পরিবার

পুরুলিয়া : প্রযুক্তির উন্নতি হয়েছে কিন্তু আজও গ্রাম বাংলার বহু ঘরে ডাইনি অপবাদে ঘর ছাড়া হতে হয় অনেক নিরীহ মহিলাদের। যার ফলে তাদের জীবন অনেকটাই দুর্বিষহ হয়ে ওঠে। ডাইনি অপবাদ নিয়ে গ্রামবাংলায় এতটাই অপপ্রচার রয়েছে যে সেই ডাইনি অপবাদে অনেক মহিলাকে পিটিয়ে মেরে ফেলা পর্যন্ত হয়। এবার ডাইনি অপবাদে প্রান নাসের হুমকির অভিযোগ প্রকাশে এলো পুরুলিয়া জেলায়। পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত কুমড়া অঞ্চলের তাস গ্রামের এক পরিবারকে দীর্ঘ তিন বছর ধরে এক ঘরে করে দেওয়া হয়েছে।
পরিবারে রয়েছে বৃদ্ধা মা ও তার মেয়ে। বৃদ্ধার বয়স প্রায় ৮৫ বছর ও মেয়ের বয়স প্রায় ৫২ বছর। তারা এক ঘরে হয়ে পড়ে রয়েছে দীর্ঘ তিন বছর ধরে। গ্রামের কেউই তাদের সাথে কোন যোগাযোগ রাখে না। ৫২ বছর বয়সী ওই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে সবকিছু থেকে বঞ্চিত করছে গ্রামের বাসিন্দারা। নিপিরিত ওই মহিলার দাবি ,  দীর্ঘ প্রায় তিন বছর ধরে তারা গ্রামের এক কোনায় পড়ে রয়েছে। গ্রামের কেউ তাদের দিকে ফিরে তাকায় না। কেউ তাদের সাথে কথা বলে না।
advertisement
আরও পড়ুন:
advertisement
এমনকি গ্রামের নলকূপ থেকে জল নেওয়ার অধিকার নেই তাদের। তাদের বসবাসের জন্য নয় ডেসিমেল জায়গা রয়েছে। সেই জায়গাটা হাতানোর জন্যই গ্রামের মানুষেরা তাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করতে চাইছে। গ্রাম ছাড়া না হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে তাদের বলে অভিযোগ ওই মহিলার। বারংবার বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে জানিও কোন সুরাহা না পেয়ে অবশেষে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই মহিলা।
advertisement
আরও পড়ুন:
এ বিষয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাত বলেন , “ডাইনির শব্দের কোন বৈজ্ঞানিক অর্থ নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। অপপ্রচার চালিয়ে গ্রামেগঞ্জে ভুল বার্তা ছড়ানো হয় সমাজে। মূলত বেশিরভাগ জায়গাতেই জমি বাড়ি হাতানোর উদ্দেশ্যেই এই অপপ্রচার চালায় কিছু দুষ্ট মানুষেরা। এর প্রতিবাদে আমরা প্রতিনিয়ত প্রচার চালাচ্ছি। ডাইনি বলে কিছুই হয় না। “বিষয়টি নিয়ে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয় পুলিশ সুপারের পক্ষ থেকে এমনটাই সূত্রের খবর।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News | Viral Video : গ্রামের কেউ তিন বছর ধরে কথা বলে না! কী দোষ পরিবারের! জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement