পুরুলিয়া: রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের পর এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে ঝালদা বনদফতর । হাতির উৎপাত এড়াতে খামার হাইস্কুলে পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা হয় । উল্লেখ্য , ঝালদা বনাঞ্চলে প্রায়শই হাতির উপদ্রব হয় । পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্যই একটি বাসের ব্যবস্থা করা হয় বনদফতর-এর পক্ষ থেকে। পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতেই বনদফতর এই উদ্যোগ নিয়েছে । যত দিন পরীক্ষা চলবে, তত দিনে বনদফতরের পক্ষ থেকে এই বাস পরিষেবা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে । পরীক্ষার দিনগুলোতে সকাল ৮ টায় খামার হাই স্কুল থেকে বাস ছাড়বে। দুপুর ১:৩০ মিনিটে ঝালদা উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষার্থীদের নিয়ে পুনরায় খামার হাই স্কুলে পৌঁছে দেওয়া হবে। বনদফতরের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুন: নন্দীগ্রাম থেকে 'ডেটলাইন'...! অভিষেককে কটাক্ষ করে ফের 'তারিখ' তোপ শুভেন্দু অধিকারীর!
আরও পড়ুন: নোটিশ পাঠিয়ে কাজ হয়নি, বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল বর্ধমান পৌরসভা
বনদফতর যথেষ্ট সহযোগিতা করছে বলে জানান অভিভাবকেরা। বনদফতর-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত , ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হাতির আক্রমণে মৃত্যু হয় জলপাইগুড়ি জেলার এক মাধ্যমিক পরীক্ষার্থীর । তার পরেই যে এলাকায় হাতির উপদ্রব আছে, সেখানকার পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করার কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মতো বনদফতর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছিল । এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একইভাবে বাসের ব্যবস্থা করা হয় বনদফতরের পক্ষ থেকে ।শর্মিষ্ঠা বন্দ্য়োপাধ্য়ায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।