Purulia News: পুরুলিয়া স্টেশনের অশ্বত্থ গাছের মগডালে এক ব্যক্তি! ধুন্ধুমার কাণ্ড

Last Updated:

সকাল-সকালে পুরুলিয়া স্টেশন চত্বরে বাঁধল বিপত্তি। আচমকাই দেখা গেল এক ব্যক্তিকে পুরুলিয়া রেল স্টেশনের কাছে একটি অশ্বত্থ গাছের মগডালে বসে থাকতে। ওই ব্যক্তির উদ্ধার কাজকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় গোটা স্টেশন চত্বরে।

+
title=

#পুরুলিয়া : সকাল-সকালে পুরুলিয়া স্টেশন চত্বরে বাঁধল বিপত্তি। আচমকাই দেখা গেল এক ব্যক্তিকে পুরুলিয়া রেল স্টেশনের কাছে একটি অশ্বত্থ গাছের মগডালে বসে থাকতে। ওই ব্যক্তির উদ্ধার কাজকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় গোটা স্টেশন চত্বরে। ঘটনার খবর চাউর হতেই অগণিত মানুষের ভিড় জমে যায় স্টেশন সংলগ্ন এলাকায়। ঠিক কি কারণে ওই ব্যক্তি গাছের মগডালে উঠে বসেছিল তা জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, রেল পুলিশ ও পুরুলিয়া সদর থানার পুলিশ। ওই ব্যক্তিকে সুরক্ষিত ভাবে গাছ থেকে নামাতে রাজ্যের নাগরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দল দমকল উদ্ধার কাজ শুরু করে। দমকল বাহিনীর প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় ঐ ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে আনা সম্ভব হয়। সূত্র মারফত জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অজিত মাহালী।
advertisement
আরও পড়ুনঃ ৯ ডিসেম্বরের প্রস্তুতি উপলক্ষে সাংবাদিক সম্মেলন জেলা পরিষদে
বাড়ি আঢ়ষা থানা এলাকায়। মানসিক ভারসাম্যহীন বলেই মনে করা হচ্ছে ব্যক্তিকে। গাছ থেকে নামিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সঠিক কারণ জানার চেষ্টা করছে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ। আশা করা যাচ্ছে আগামী দিনে সঠিক তদন্তের মাধ্যমে ওই ব্যক্তির এই এহেন কর্মকাণ্ডের কারণ জানা যাবে।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: পুরুলিয়া স্টেশনের অশ্বত্থ গাছের মগডালে এক ব্যক্তি! ধুন্ধুমার কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement