Purulia News : রাতারাতি ঘুরে গেল জীবনের মোড়! অঙ্গনওয়াড়ি কর্মী থেকে জেলা পরিষদের সভাধিপতি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
দলের নির্দেশেই পুরুলিয়া এক নম্বর ব্লকের ন নম্বর আসন থেকে তিনি মনোনয়ন দাখিল করেছিলেন। আর তারপরেই অবিশ্বাস্য সাফল্য। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সোজা জেলা পরিষদের সভাধিপতি।
পুরুলিয়া: অজ পাড়াগাঁয়ের গৃহবধূ আজ জেলা পরিষদের সভাধিপতি। পুরুলিয়া এক নম্বর ব্লকের চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের পদুডি গ্রামের বাসিন্দা নিবেদিতা মাহাত। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। দাঁন্দুডি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেই রয়েছে তার অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ইতিপূর্বেও দু-বার পুরুলিয়া জেলা পরিষদের সাধারণ সদস্য হয়েছিলেন তিনি। চূড়ান্ত পর্যায়ে প্রার্থী তালিকায় তাঁর নাম পর্যন্ত ছিল না। কিন্তু হঠাৎই জীবনের মোড় ঘুরে গেল।দলের নির্দেশেই পুরুলিয়া এক নম্বর ব্লকের ন নম্বর আসন থেকে তিনি মনোনয়ন দাখিল করেছিলেন। আর তারপরেই অবিশ্বাস্য সাফল্য। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সোজা জেলা পরিষদের সভাধিপতি।
সাদামাটা জীবন থেকে একেবারেই ঝাঁ চকচকে জীবনে পা রাখলেন। প্রশাসনিক কাজে কিছুটা আনকোরা হলেও রাজনৈতিক দিক থেকে অনেকটাই পোক্ত তিনি। এ বিষয়ে তিনি জানান, তিনি বিশ্বাস করতে পারছিলেন না তিনি জেলা পরিষদের সভাপতি হয়েছেন।
আরও পড়ুন: শালুগড়ার ইওয়াম মঠে ভিড় বাড়ছে পর্যটকদের! আপনিও তরীবাড়ির এই বৌদ্ধ গুম্ফা থেকে ঘুরে আসতে পারেন
advertisement
advertisement
খরা কবলিত এই এলাকায় পানীয় জলের সমস্যা মিটানো তাঁর প্রধান কাজ। তিনি প্রত্যন্ত গ্রামেরই এক গৃহবধূ, তাই মহিলাদের কষ্টটা অনেকটাই বোঝেন। জলের জন্য বাড়ির মেয়েদের কতখানি পরিশ্রম করতে হয় তা তিনি স্বচক্ষে দেখেছেন। তাই সবার প্রথমেই জলকষ্ট মেটাতে উদ্যোগ নিচ্ছেন তিনি।
advertisement
রাজনৈতিক পরিমন্ডলেই বড় হয়ে ওঠা তাঁর। পরিবারের বহু সদস্য সক্রিয়ভাবে রাজনীতি করেছেন দীর্ঘদিন। তিনি নিজেও মহিলা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা। তাই রাজনীতির মারপ্যাচ ও রাজনৈতিক ময়দানের রন কৌশল সবটাই ভালভাবে জানা। তাই এই গুরু দায়িত্ব যে তিনি সঠিকভাবে পালন করবেন এমনটাই আশা রাখছেন জেলার মানুষেরা।
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 7:47 PM IST