North Dunajpur News: প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করলেই বিপদ! দিতে হবে ৫০-৫০০ টাকা জরিমানা

Last Updated:

প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করলেই ক্রেতা ও বিক্রেতাকে দিতে হচ্ছে  ৫০ থেকে ৫০০ টাকা জরিমানা।

+
title=

উত্তর দিনাজপুর: বারবার নিষেধাজ্ঞা জারি করেও রায়গঞ্জে যত্রতত্র ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক ক্যারি ব্যাগ। তাই এবার বেশ কয়েক দিন ধরে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে বিশেষ অভিযান শুরু করেছে রায়গঞ্জ পৌরসভা। প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করলেই ক্রেতা ও বিক্রেতাকে দিতে হচ্ছে ৫০ থেকে ৫০০ টাকা জরিমানা।
উল্লেখ্য, নিষিদ্ধ ক্যারি ব্যাগ যত্রতত্র ব্যবহার বন্ধ করতে এবার অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ পৌরসভা। শহরের বিভিন্ন বাজারে গিয়ে ক্রেতা থেকে বিক্রেতা উভয়ের কাছেই এই ক্যারিব্যাগ দেখলেই সঙ্গে সঙ্গে জরিমানা করে দিচ্ছে রায়গঞ্জ পৌরসভা। যার নেতৃত্ব দিচ্ছে স্বয়ং রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস।
advertisement
advertisement
পৌর প্রশাসকের দাবি বহুবার সকলকে এই নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করতে মানা করা হলেও তাঁরা কোন কর্ণপাত করেননি তাই তিনি নিজে স্বয়ং বিভিন্ন বাজার ঘুরে ঘুরে অভিযান শুরু করেছেন কয়েক দিন ধরে। বেশ কিছু ক্রেতার থেকে যেমন  জরিমানা নেওয়া হয়েছে, তেমনই  বিক্রেতাদের থেকেও।
advertisement
রায়গঞ্জের ষ্টেশন বাজার সংলগ্ন একটি বাজারে এক খরিদ্দার অমিতাভ দাস বলেন বিক্রেতাকে বারবার না করা সত্ত্বেও তাঁরা ক্যারি ব্যাগে করেই  জিনিস দিচ্ছেন । পৌর সভা থেকে বার বার মানা করা সত্বেও তারা সেই নির্দেশ মানছেন না কেউ । তিনি বলেন, “ক্যারি ব্যাগ রাখা মোটেই উচিত নয়।”
অন্যদিকে, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন দীর্ঘদিন ধরে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে নিষিদ্ধ ক্যারি ব্যাগের নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে তা সত্ত্বেও পৌরসভা নির্দেশকে অমান্য করে এক শ্রেনীর ক্রেতা ও বিক্রেতারা নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করে চলছে। যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dunajpur News: প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করলেই বিপদ! দিতে হবে ৫০-৫০০ টাকা জরিমানা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement