Purulia News: ব্যালট পেপার উদ্ধার হতেই চক্ষু চড়কগাছ, হাতেনাতে ধরা পড়তেই তুমুল শোরগোল
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Purulia News: ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় সরগরম পুরুলিয়া , আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধীদের!
পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় উদ্ধার হচ্ছে ব্যালট পেপার। আর যা নিয়ে তৈরি হচ্ছে নানা জল্পনা। সুর চড়াচ্ছে বিরোধীরা। এবার ব্যালট পেপার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার ঝালদায়। ঝালদার তুলিন গ্রামের ডাকবাংলো এলাকা থেকে দু’নম্বর ব্লকের জেলা পরিষদের ব্যালট পেপার উদ্ধার হয়। যদিও যে ব্যালট পেপার উদ্ধার হয়েছে সেখানে তৃণমূলের প্রতীকে ছাপ দেওয়া রয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব।
এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত জানান , তৃণমূলের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার উদ্ধার হয়েছে তুলিন ডাকবাংলো এলাকায়। এখান প্রশ্ন হচ্ছে দুই নম্বর ব্লকের ব্যালট পেপার কিভাবে এক নম্বর ব্লকে গেল। এর থেকে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে প্রশাসন আগে থেকেই প্রস্তুত ছিল তৃণমূলের প্রতীকে ব্যালটে ছাপ দিয়ে কারচুপি করার জন্য। প্রশাসনের এই দুর্নীতির কারণেই আমরা হেরে গিয়েছি। বিষয়টি নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হব।
advertisement
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পর থেকে আচমকা পাল্টে যাবে বাংলার আবহাওয়া! জোড়া ঘূর্ণাবর্তের অভিমুখ কোনদিকে? জানুন আপডেট
advertisement
এ বিষয়ে জেলা পরিষদের ২১ নম্বরের কংগ্রেস প্রার্থী পঞ্চানন মাহাত বলেন, প্রশাসনের গাফিলতির ফলেই ব্যালট পেপার নিয়ে কারচুপি হয়েছে। বিষয়টিতে সঠিক তদন্তের দাবি জানানো হচ্ছে , পুনঃনির্বাচনের দাবি তোলা হচ্ছে। সবেমাত্র পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে রাজ্যে। বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। খুশির জোয়ারে মাতোয়ারা তৃণমূল কর্মী সমর্থকেরা। কিন্তু এর মাঝেই রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যালট পেপার উদ্ধার ঘিরে বিতর্কের দানা বাড়ছে রাজনৈতিক মহলের অন্দরে। আদালতের দ্বারস্থ হচ্ছে বিরোধীরা। আগামী দিনে এর পরিণতি কোন দিকে যায় সেটাই এখন দেখায়।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 12:23 AM IST