Purulia News: প্রশিক্ষণ শেষে ১১ ব্যাটেলিয়ানে যোগ দিলেন ১০৪ জওয়ান
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শিক্ষানবিশদের দীক্ষান্ত প্যারেডের সমাপ্তির পরেই ১১ ব্যাটেলিয়ানে যোগ দিলেন ১০৪ জওয়ান। এখন আর কোনও জাতি নয়, এদের পরিচয় আজ থেকে খাঁকি ঊর্দি। মূলত এই ভাষাতেই রাজ্য সশস্ত্র পুলিশের ১১ ব্যাটেলিয়নে যোগ দেওয়া জওয়ানদের পরামর্শ দিলেন পদস্থ জেলা আধিকারিকেরা।
#পুরুলিয়া : শিক্ষানবিশদের দীক্ষান্ত প্যারেডের সমাপ্তির পরেই ১১ ব্যাটেলিয়ানে যোগ দিলেন ১০৪ জওয়ান। এখন আর কোনও জাতি নয়, এদের পরিচয় আজ থেকে খাঁকি ঊর্দি। মূলত এই ভাষাতেই রাজ্য সশস্ত্র পুলিশের ১১ ব্যাটেলিয়নে যোগ দেওয়া জওয়ানদের পরামর্শ দিলেন পদস্থ জেলা আধিকারিকেরা। নিয়োগ হওয়া ১০৪ জন জওয়ানের মধ্যে ১ জন পুরুলিয়া জেলার বাসিন্দা বাকি জওয়ানরা বাঁকুড়ার বাসিন্দা।
সোমবার পুরুলিয়ার ছড়রায় রাজ্য সশস্ত্র পুলিশের ১১ ব্যাটেলিয়নের মাঠে নবাগতদের ‘দীক্ষান্ত প্যারেড’ অনুষ্ঠিত হয়। মার্চপাস্ট করেন প্রশিক্ষিত জওয়ানরা। এই অনুষ্ঠানেই শপথ গ্রহণ করেন তারা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার এস সেলভামুরগন জওয়ানদের উদ্দেশ্যে বলেন, সর্বদা নিজের কর্তব্যে অবিচল থাকতে হবে। নিয়মিত শরীর চর্চা করতে হবে। শরীর চর্চার মাধ্যমে সকলকে সুস্থ ও সবল থাকবে।
advertisement
advertisement
জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কৈলাশ পতি মাহাতো বলেন, সব সময় মনে রাখবে দেশকে ভালবাসতে হবে। দীর্ঘ ছয় মাসের প্রশিক্ষণ শেষে নিয়োগ হওয়া ১০৪ জন জওয়ান যোগ দিল ১১ ব্যাটেলিয়ানে। তাদের দের মধ্যে ১ জন স্নাতকোত্তর, ১৪ জন স্নাতক, ৮১ জন উচ্চ মাধ্যমিক ও ৬ জন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র। আগামী দিনে এই জওয়ানরাই দেশের জন্য সর্বস্ব দিয়ে লড়াই করবে।
advertisement
Sharmistha Banerjee Bairagi
Location :
First Published :
November 08, 2022 1:13 PM IST