Purulia News: আরপিএফ-এর মানবিক মুখ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রী!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আর পি এফের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক যাত্রী। সোমবার ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনারা স্টেশনে। আসানসোল থেকে টাটাগামী প্যাসেঞ্জার ট্রেনটি আনারা ১ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ার সময় চলন্ত ট্রেনে উঠতে যায় এক যাত্রী।
#পুরুলিয়া : আর পি এফের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক যাত্রী। সোমবার ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনারা স্টেশনে। আসানসোল থেকে টাটাগামী প্যাসেঞ্জার ট্রেনটি আনারা ১ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ার সময় চলন্ত ট্রেনে উঠতে যায় এক যাত্রী। সেই সময় ভারসাম্যহীন হয়ে ট্রেন ও স্টেশনের প্ল্যাটফর্মের ফাঁকা জায়গায় পড়ে যান তিনি। ওই সময় স্টেশনে "অপারেশন জীবন রক্ষা" চলছিল আর পি এফের আনারার পোস্ট আধিকারিক অজয় কুমার গরাইয়ের তত্ত্বাবধানে। কর্তব্যরত দুই আর পি এফ এর নজরে পরে ঘটনাটি।
দ্রুত তৎপরতার সঙ্গে ওই যাত্রীকে উদ্ধার করে তাঁদের পোস্টে নিয়ে যান জওয়ানরা। সূত্র মারফত জানা গিয়েছে, আহত ওই যাত্রীর নাম রাজেশ পান্ডে। তার বাড়ি পাড়া থানা এলাকায়। স্ত্রীর সঙ্গে আনারা ষ্টেশন থেকে কুস্তাউর স্টেশনে যাচ্ছিলেন। ট্রেনের টিকিট কাটার পর তিনি দেখেন ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ে চলে যাচ্ছে। ট্রেন মিস হয়ে যাচ্ছে দেখে তড়িঘড়ি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান তিনি।
advertisement
আরও পড়ুনঃ প্রশিক্ষণ শেষে ১১ ব্যাটেলিয়ানে যোগ দিলেন ১০৪ জওয়ান
প্রাথমিক চিকিৎসার পর ওই যাত্রীকে তার গন্তব্যস্থলে যাওয়ার ব্যবস্থা করে দেয় আর পি এফ। আরপিএফ এর এই মানবিক উদ্যোগেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওই যাত্রী সহ তার পরিবারের লোকজনেরা। বিগত দিনে এধরণের দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন অথবা প্রাণ পর্যন্ত হারিয়েছেন। ইতিমধ্যেই খড়গপুরেও এধরণের ঘটনা ঘটেছে মেদিনীপুর স্টেশনেও। সেক্ষেত্রে কর্তব্যরত আরপিএফ কর্মী প্রাণ রক্ষা করেন যাত্রীর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঝুঁকির পারাপার! ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা সভাধিপতির
প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। গন্তব্যে পৌঁছানোর তাড়ায় বেশিরভাগ ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে যায় যাত্রীরা। তার ফলস্বরূপ প্রায়সই দুর্ঘটনার কবলে পড়তে হয় যাত্রীদের। যাত্রী সাবধানতা অবলম্বনে বারংবার প্রচার চালানো হয় স্টেশন চত্বর গুলিতে তারপরেও যাত্রীদের অসাবধানতার কারণে ঘটে ছোট বড় দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে যাত্রীদেরও অনেক সচেতন হতে হবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
advertisement
Sharmistha Banerjee Bairagi
Location :
First Published :
November 08, 2022 1:20 PM IST