Purulia News: ঝুঁকির পারাপার! ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা সভাধিপতির
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দীর্ঘ প্রায় ছয় বছর আগে পুরুলিয়া ১ নং ব্লকের কাটাবেড়া ও আড়শা ব্লকের বামুনডিহা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। শিলন্যাসের পর পার হয়েছে দীর্ঘ ৬ বছর। কিন্তু আজও সমাপ্ত হয়নি স্থায়ী সেতু নির্মাণের কাজ।
#পুরুলিয়া : দীর্ঘ প্রায় ছয় বছর আগে পুরুলিয়া ১ নং ব্লকের কাটাবেড়া ও আড়শা ব্লকের বামুনডিহা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। শিলন্যাসের পর পার হয়েছে দীর্ঘ ৬ বছর। কিন্তু আজও সমাপ্ত হয়নি স্থায়ী সেতু নির্মাণের কাজ। এইভাবে মাঝপথে স্থায় সেতু নির্মাণের কাজ থমকে যাওয়ায় চরম সমস্যায় মধ্যে পড়েছে দুটি বিধানসভার প্রায় পঞ্চাশ হাজার মানুষ। এলাকাবাসীদের যাতায়াতের এখন ভরসা ভেলা অথবা বাঁশের তৈরী অস্থায়ী সেতু। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে কয়েকদিন আগেই স্বেচ্ছাশ্রম দিয়ে কংসাবতী নদীর উপর অস্থায়ী সেতু তৈরি করেন আড়শা ব্লকের বামুনডিহা গ্রামের বাসিন্দারা।
সেই সেতুর উপর দিয়েই বর্তমানে যাতায়াত করছেন দুই গ্রামের বাসিন্দারা। স্থানীয় যুবকদের প্রচেষ্টায় বাঁশের তৈরি অস্থায়ী সেতুর নির্মাণের ফলে অনেক উপকৃত হয়েছেন গ্রামবাসীরা। অস্থায়ী সেতুর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ নদী পারাপার হলেও এই ভাবে যাতায়াত ফলে দ্রব্যমূল্যে বৃদ্ধির বাজারে মানুষ কে ঘুরপথে যেতে হচ্ছে না, যার ফলে অনেকখানি অর্থ সাশ্রয় হচ্ছে। মোটর সাইকেল এ পেট্রল যেমন বাঁচছে, তেমনি বাঁচছে সময়।
advertisement
আরও পড়ুনঃ পাইথন উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়! উদ্ধার করল বনদপ্তর
গ্রামের যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের এখন একমাত্র ভরসা বাঁশের তৈরি এই অস্থায়ী সেতু। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় বলেন, গ্রামবাসীরা যেভাবে বাঁশের তৈরি অস্থায়ী সেতুর উপর দিয়ে নদী পারাপার করছে সেটা সত্যিই বিপদজনক। এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন জানানোর কথা বলেন তিনি।
advertisement
advertisement
Sarmistha Banerjee Bairagi
Location :
First Published :
November 07, 2022 3:42 PM IST