WB Panchayat Election 2023: ভোট মিটলেও উত্তপ্ত বাংলা, চলে পুলিশের লাঠিচার্জ! রাজনৈতিক বিক্ষোভের জেরে আটক তিন

Last Updated:

WB Panchayat Election 2023: ভোট মিটলেও রাজনৈতিক উত্তেজনা মেটেনি, নন্দকুমারে স্টংরুমের সামনে বিজেপির বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জ, আটক তিন।

+
বিক্ষোভকারীর

বিক্ষোভকারীর ওপর পুলিশের লাঠিচার্জ

নন্দকুমার: ভোট মিটলেও জেলায় জেলায় রাজনৈতিক হিংসা ও উত্তেজনা মেটেনি। ভোটের পরের দিন সকাল থেকেই নন্দকুমার এ চলছে রাজনৈতিক উত্তেজনা। বিজেপি নেতাকর্মীদের অভিযোগ স্ট্রংরুমে প্রশাসনের মদতে অবাধে ব্যালট বাক্স ভেঙে ছাপ্পা দেওয়া হয়েছে। তাঁদের আরও অভিযোগ এই ছাপ্পা দিয়েছে শাসক দল তৃণমূল। এবারের পঞ্চায়েত নির্বাচনে নন্দকুমার ব্লকের স্ট্রংরুম করা হয়েছে নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে। আর এই অভিযোগ তুলে হলদিয়া মেচাদা রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি নেতাকর্মীরা।
advertisement
advertisement
৮ জুলাই রাজ্যের গড়ে পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক হিংসা অবাধে ভোট লুট, ব্যালট বাক্স ভাঙচুর বা কোথাও জলে ফেলে দেওয়া সেই সঙ্গে রাজনৈতিক সংঘর্ষে আহত ও মারা যাওয়া সবই দেখেছে বাংলা। ৮ জুলাই ভোট মিটে গেলেও রাজনৈতিক উত্তেজনা মেটেনি। ৯ জুলাই সকাল থেকে নন্দকুমারের প্রশাসনের অভিযোগে ট্রাংরুমে রাতের অন্ধকারে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে অবরোধ বিক্ষোভ ও রাস্তায় পুলিশ ব্যারিকেড জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। যার এলাকায় উত্তেজনা ছড়ায়।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের
নন্দকুমার ব্লকের পঞ্চায়েত নির্বাচনে স্ট্রংরুম শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের সামনেই বিজেপির এই বিক্ষোভ রাস্তা অবরোধ চলে প্রায় চার পাঁচ ঘন্টা। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে না পেরে। নন্দকুমার থানা পুলিশের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের রেপিড অ্যাকশন ফোর্স। বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পুলিশ। এই ঘটনায় পুলিশ দুই তিনজন বিক্ষোভকারীকে আটক করেছে। বিজেপি নেতৃত্বের দাবি নন্দকুমার ব্লক প্রশাসনের নেতৃত্বে স্ট্রংরুমের ভেতর ব্যালট বাক্সের সিল ভেঙে অবাধে ছাপ্পা দিয়েছে। যদিও এই বিষয়ে নন্দকুমার ব্লক প্রশাসন আধিকারিক কে ফোন করে জানার চেষ্টা করা হলে তিনি ফোন তোলেননি।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
WB Panchayat Election 2023: ভোট মিটলেও উত্তপ্ত বাংলা, চলে পুলিশের লাঠিচার্জ! রাজনৈতিক বিক্ষোভের জেরে আটক তিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement