চলছে ভোট গ্রহণ পর্ব, সকাল থেকে ভোটের লাইন তাম্রলিপ্ত পৌরসভার ভোটাররা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শুরু হয়েছে ভোট, সকাল থেকেই চলছে ভোট গ্রহণ।
তমলুক: শুরু হয়েছে জেলায় জেলায় পৌর নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। রাজ্যজুড়ে ১০৮ টি পৌর নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হয় রবিবার সকাল থেকে। পূর্ব মেদিনীপুর জেলার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের ভোটগ্রহণপর্ব সকাল থেকেই শুরু হয়েছে তাম্রলিপ্ত পৌরসভার প্রত্যেক বুথে। তাম্রলিপ্ত পৌরসভার ৭০ টি বুথে ভোটগ্রহণপর্ব চলছে। শাসক প্রধান বিরোধীদল ও অন্যান্য ধর্ম মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ৬৭ জন্য। সকাল থেকেই মানুষেরা ভোটের লাইনে। কুয়াশা ভরা সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহণ পর্ব। তাম্রলিপ্ত পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের একটি বুথে সকাল সাতটা থেকেই শুরু হয় ভোট। তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি বুথে ভোট দান পর্ব চলছে নির্বিঘ্নে। তাম্রলিপ্ত পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন বুথে ইভিএম খারাপের ঘটনা ঘটে। তাম্রলিপ্ত পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের ২৪৯/১ বুথে সকালে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর ইভিএম খারাপের ঘটনা ঘটে। ৩৬ টি ভোট হওয়ার পর ইভিএম খারাপ হয়। ইভিএম খারাপ হওয়ার ভোটকেন্দ্রে ভোটারদের লাইন পড়ে। নির্বাচনের দায়িত্বে থাকা অফিসারেরা ওই বুথের ইভিএম টি পরিবর্তন করে। পুনরায় আবার ভোট গ্রহণ পর্ব শুরু হয়। কামুক্ত পৌরসভার কুড়ি টি ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো। শুধু তাম্রলিপ্ত পৌরসভা নয়, পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি ও এগরা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Location :
First Published :
February 27, 2022 1:57 PM IST