Suvendu Adhikari: 'তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরেছে, আরও বাড়াতে হবে!' ফল দেখে দাবি শুভেন্দুর

Last Updated:

শাসক দলের থেকে সংখ্যালঘু ভোটাররা মুখ ফিরিয়ে নিলেও তা থেকে বিজেপি আদৌ লাভবান হয়েছে নাকি বাম-কংগ্রেস, তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
কাঁথি: পঞ্চায়েত নির্বাচনের ফলকে প্রত্যাশিত ভাবেই প্রহসন বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ যদিও তাৎপর্যপূর্ণ ভাবে শুভেন্দু অধিকারী দাবি করলেন, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ফাটল ধরেছে৷ সেই ফাটলকে আরও চওড়া করাই এখন তাঁর লক্ষ্য বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা৷
যদিও শাসক দলের থেকে সংখ্যালঘু ভোটাররা মুখ ফিরিয়ে নিলেও তা থেকে বিজেপি আদৌ লাভবান হয়েছে নাকি বাম-কংগ্রেস, তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা৷
শুভেন্দু এ দিন দাবি করেছেন, নিরপেক্ষ ভোট হলে বিজেপি অন্তত তিরিশ হাজার গ্রাম পঞ্চায়েতের আসনে জয়লাভ করত৷ এর পরেই তাৎপর্যপূর্ণ ভাবে শুভেন্দু বলেন, ‘মুসলিম ভোটের সিংহভাগ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই রয়েছে৷ কিন্তু একটা বড় ফাটল ধরেছে৷’ বিরোধী দলনেতার দাবি, নিজের বিধানসভা এলাকা সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রামের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের ফল বিশ্লেষণ করেই এই উপলব্ধিতে পৌঁছেছেন তিনি৷
advertisement
advertisement
শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে বিধানসভা ভোটের সময় এই সংখ্যালঘু ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়েছিলেন৷ আমাকে অথবা মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেননি৷ কিন্তু আগে যদি একশো জনই সংখ্যালঘুই তৃণমূলকে ভোট দিতেন, এখন ষাট জন দিচ্ছেন৷ এটাকে ধস বলে না, ফাটল বলে৷ এই ফাটলটাকেই আরও বাড়াতে হবে৷ চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য পরিষেবা নেই৷ পঞ্চায়েত ভোট পর্বেই গত ৯ জুন থেকে ৪৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ২২ জনই মুসলিম৷ এর পর সংখ্যালঘুরাই ঠিক করবেন তাঁরা এই সরকারকে তাড়াবেন নাকি মরবেন?’
advertisement
শুভেন্দুর নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামে সংখ্যালঘু ভোট উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে৷ তা সত্ত্বেও ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি দখল করেছে বিজেপি৷ আবার মুর্শিদাবাদ, মালদহের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলের চিন্তা বাড়িয়েছে বাম কংগ্রেস জোট৷ ফলে শাসক দলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ফাটল ধরে থাকলেও তা থেকে পদ্ম শিবির আদৌ উপকৃত হল কি না, তা নিয়ে বাক্য ব্যয় করেননি শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতার এই মৌনতাই প্রশ্ন তুলে দিচ্ছে, তৃণমূল থেকে সরে সংখ্যালঘু ভোট কি বাম-কংগ্রেসের ঝুলিতেই যাচ্ছে?
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: 'তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরেছে, আরও বাড়াতে হবে!' ফল দেখে দাবি শুভেন্দুর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement