Panchayat election 2023: মমতা নিজে গিয়েও শেষ রক্ষা হল না! বাজি বিস্ফোরণের খাদিকুল গ্রামে হারল তৃণমূল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এগরা: গত মে মাসে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম৷ মৃত্যু হয়েছিল ১১ জনের৷ প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে গ্রামের মধ্যে বেআইনি বাজি কারখানা চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ বিস্ফোরণের বেশ কিছু দিন পর খাদিকুল গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
যদিও খাদিকুল গ্রামে শেষ রক্ষা হল না তৃণমূলের৷ যে গ্রাম পঞ্চায়েত এলাকায় খাদিকুল গ্রাম পড়ে, সেই সাহাড়া অঞ্চল দখল করে নিয়েছে বিজেপি৷
advertisement
এমন কি, খাদিকুল গ্রামের বুথেও জয়ী হয়েছে পদ্ম শিবির৷ সাহাড়া অঞ্চলে বিজেপি পেয়েছে ১৩টি ভোট, সেখানে তৃণমূল পেয়েছে মাত্র চারটি আসন৷ খাদিকুল গ্রামের বুথে বিজেপি প্রার্থী পুষ্পরানি সাউ ৮৩ ভোটে জয়লাভ করেন৷
advertisement
খাদিকুল গ্রামে বিস্ফোরণ কাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে নিহতদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিবার পিছু দেওয়া হয় আড়াই লক্ষ টাকা৷ এ ছাড়াও নিহতদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দেন মুখ্যমন্ত্রী৷ তার পরেও খাদিকুল গ্রাম সহ ওই এলাকা দখল করতে ব্যর্থ হল শাসক দল৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 8:53 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Panchayat election 2023: মমতা নিজে গিয়েও শেষ রক্ষা হল না! বাজি বিস্ফোরণের খাদিকুল গ্রামে হারল তৃণমূল