Panchayat election results 2023: খোদ মন্ত্রীর বুথে হার, মালদহে তৃণমূলকে বড় ধাক্কা দিল কংগ্রেস!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
একদা নিজেদের শক্ত ঘাঁটি মালদহে এবারের পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভাল ফলের ইঙ্গিত দিচ্ছে কংগ্রেস৷
কলকাতা: মালদহে খোদ মন্ত্রীর বুথে হারল তৃণমূল৷ সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথে ৭৩ ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হারলেন তৃণমূল প্রার্থী৷
মালদহের কালিয়াচক-১ ব্লকের বাবুরহাট প্রাথমিক বিদ্যালয় বুথে জয় পেলেন কংগ্রেসের মহম্মদ মেহতাব শেখ। কালিয়াচক-১ ব্লকের কালিয়াচক-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর বুথে তৃণমূলের প্রার্থীর থেকে ৭৩ ভোট বেশি পেলেন কংগ্রেস প্রার্থী। এই বুথের ভোটার রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
আরও পড়ুন: সিপিএমের টিকিটে জয়, গণনা কেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে! কালনায় মিলে গেল মমতার ভবিষ্যদ্বাণী
advertisement
advertisement
স্বভাবতই মন্ত্রীর বুথে এই জয়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস৷ কারণ খোদ মন্ত্রীর নিজের বুথে এই জয় আসলে শাসক দলের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই দাবি করছেন কংগ্রেসের নেতা, কর্মীরা৷ জয়ের পরেই উৎসবে মাতেন তাঁরা৷
একদা নিজেদের শক্ত ঘাঁটি মালদহে এবারের পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভাল ফলের ইঙ্গিত দিচ্ছে কংগ্রেস৷ বিকেল পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের একশোর বেশি আসনে জয়লাভ করেছে তারা৷ যদিও মালদহতেও আসন জয়ের নিরিখে তৃণমূল এবং বিজেপি-র পরেই রয়েছে কংগ্রেস৷ তবে মুর্শিদাবাদ, মালদহের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ফলাফল শাসক দলের চিন্তা অনেকটাই বাড়াবে৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 4:40 PM IST