Panchayat election results 2023: সিপিএমের টিকিটে জয়, গণনা কেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে! কালনায় মিলে গেল মমতার ভবিষ্যদ্বাণী

Last Updated:

পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর আসন থেকে জয়ী হন সিপিএম প্রার্থী গীতা হাঁসদা৷

গণনা কেন্দ্রেই দলবদল সিপিএম প্রার্থী গীতা হাঁসদার৷
গণনা কেন্দ্রেই দলবদল সিপিএম প্রার্থী গীতা হাঁসদার৷
নবকুমার রায়, কালনা: পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিরোধী প্রার্থীরা ভোটে জিতলেও তারা তৃণমূলে চলে আসবেন৷ ভোটের ফল বেরোতে না বেরোতেই দেখা গেল, মুখ্যমন্ত্রীর সেই পূর্বাভাসই মিলে গেল৷
পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর আসন থেকে জয়ী হন সিপিএম প্রার্থী গীতা হাঁসদা৷ কিন্তু ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসেই তৃণমূলে যোগ দেওয়ার কথা জানান তিনি৷
advertisement
advertisement
জানা গিয়েছে, কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতে মোট ১৮টি আসন রয়েছে৷ তার মধ্যে ১৭টি আসনই দখল করেছে তৃণমূল৷ মাত্র একটি আসনেই জয়ী হয় সিপিএম৷ কিন্তু ভোটে জিততে না জিততেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি৷ ফলে ওই গ্রাম পঞ্চায়েতের সবকটা আসনই চলে এল তৃণমূলের দখলে৷
তৃণমূলে যোগদানের পর গীতা হাঁসদা বলেন, ‘আমি তৃণমূলই করতাম৷ একটা কারণে সিপিএমে গিয়েছিলাম৷ তবে কারণটা বলা যাবে না৷ সিপিএম মাত্র একটা আসনে জিতেছে৷ একটা আসন নিয়ে তো পঞ্চায়েতে কিছু করা যাবে না৷ তাই তৃণমূলে ফিরে এলাম৷’
advertisement
বেলা একটা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে গ্রাম পঞ্চায়েতের মোট ২৪১টি আসনে জয় পেয়েছে সিপিএম৷ ফলের নিরিখে অবশ্য বিজেপি-র পরে তৃতীয় স্থানে রয়েছে বামেরা৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat election results 2023: সিপিএমের টিকিটে জয়, গণনা কেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে! কালনায় মিলে গেল মমতার ভবিষ্যদ্বাণী
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement