Arms Arrest: নিরিবিলি ফ্ল্যাটে একাই থাকত ছেলেটা...! মঙ্গলবার দুপুরে আচমকা হানা দিল পুলিশ, তারপর যা জানা গেল, হতবাক সকলেই

Last Updated:

Arms Arrest: একবালপুরে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে আজ, মঙ্গলবার দুপুর ২:৪৫ মিনিট নাগাদ একবালপুরের এমএম আলি রোডের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় একবালপুর থানার একটি দল।

একবালপুর থানা। সংগৃহীত ছবি।
একবালপুর থানা। সংগৃহীত ছবি।
কলকাতাঃ একবালপুরে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে আজ, মঙ্গলবার দুপুর ২:৪৫ মিনিট নাগাদ একবালপুরের এমএম আলি রোডের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় একবালপুর থানার একটি দল। সেখানেই মজুত ছিল বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় মহম্মদ শাহবাজ নামে একবালপুরের বাসিন্দা ওই যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে ধৃত নিজেই অস্ত্র ও গুলি কোথায় রেখেছে, তা পুলিশকে দেখিয়ে দেয়। এরপর পুলিশ সেগুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি দেশি সিঙ্গল শাটার। একটি দেশি 9mm পিস্তল, চারটি দেশি খালি ম্যাগাজিন (9mmপিস্তলের), ১০টি ৯ মিমি পিস্তলের গুলি, ন’টি রাইফেলের কার্তুজ, তিনটি রাইফেলের গুলি, দুটি লোহার তৈরি চাপাটি, একটি লোহার ছুরি।
advertisement
আরও পড়ুনঃ ২৩ অক্টোবর ঠিক ‘এই’ সময়টুকু সবচেয়ে শুভ, আপনার ভাইকে ফোঁটা দিন নির্দিষ্ট সময় মেনে, জানুন সঠিক নির্ঘণ্ট
এদিন সন্ধ্যা ছ’টা নাগাদ শাহবাজকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের কোনও বৈধ নথি দেখাতে পারেনি শাহবাজ, তাই তাকে প্রায় তিন ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arms Arrest: নিরিবিলি ফ্ল্যাটে একাই থাকত ছেলেটা...! মঙ্গলবার দুপুরে আচমকা হানা দিল পুলিশ, তারপর যা জানা গেল, হতবাক সকলেই
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement