Arms Arrest: নিরিবিলি ফ্ল্যাটে একাই থাকত ছেলেটা...! মঙ্গলবার দুপুরে আচমকা হানা দিল পুলিশ, তারপর যা জানা গেল, হতবাক সকলেই
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Arms Arrest: একবালপুরে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে আজ, মঙ্গলবার দুপুর ২:৪৫ মিনিট নাগাদ একবালপুরের এমএম আলি রোডের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় একবালপুর থানার একটি দল।
কলকাতাঃ একবালপুরে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে আজ, মঙ্গলবার দুপুর ২:৪৫ মিনিট নাগাদ একবালপুরের এমএম আলি রোডের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় একবালপুর থানার একটি দল। সেখানেই মজুত ছিল বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় মহম্মদ শাহবাজ নামে একবালপুরের বাসিন্দা ওই যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে ধৃত নিজেই অস্ত্র ও গুলি কোথায় রেখেছে, তা পুলিশকে দেখিয়ে দেয়। এরপর পুলিশ সেগুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি দেশি সিঙ্গল শাটার। একটি দেশি 9mm পিস্তল, চারটি দেশি খালি ম্যাগাজিন (9mmপিস্তলের), ১০টি ৯ মিমি পিস্তলের গুলি, ন’টি রাইফেলের কার্তুজ, তিনটি রাইফেলের গুলি, দুটি লোহার তৈরি চাপাটি, একটি লোহার ছুরি।
advertisement
আরও পড়ুনঃ ২৩ অক্টোবর ঠিক ‘এই’ সময়টুকু সবচেয়ে শুভ, আপনার ভাইকে ফোঁটা দিন নির্দিষ্ট সময় মেনে, জানুন সঠিক নির্ঘণ্ট
এদিন সন্ধ্যা ছ’টা নাগাদ শাহবাজকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের কোনও বৈধ নথি দেখাতে পারেনি শাহবাজ, তাই তাকে প্রায় তিন ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2025 11:36 PM IST

