East Medinipur News: জেলায় 'স্ক্রাব টাইফাস'-এর থাবা, হাসপাতালে ভর্তি ৪ শিশু
- Published by:Aryama Das
Last Updated:
Scrub Typhus: বাড়ির চারপাশে ঝোপঝাড়ের জঙ্গল? তাহলে কাল বিলম্ব না করে পরিষ্কার করুন। না হলে পরিবারে ছোট বড় সবার জন্য ডেঙ্গি ছাড়াও ঘনিয়ে আসতে পারে ভয়ানক বিপদ।
#পূর্ব মেদিনীপুর: করোনার পর এবার মাথাচাড়া দিয়ে উঠল স্ক্রাব টাইফাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় এই রোগ দেখা দিয়েছে। কোলাঘাটের একটি বেসরকারী শিশু চিকিৎসা কেন্দ্রে বর্তমানে ৪ জন শিশু স্ক্রাব টাইফাস আক্রান্ত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা। মূলত শিশুরা এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে স্ক্রাব টাইফাস থেকে রেহাই নেই বড়দেরও। কোলাঘাটের একটি শিশু চিকিৎসকের কাছে প্রায় এক মাসে ২০ জনের উপর শিশু স্ক্রাব টাইফাস আক্রান্ত হয়ে এসেছে বলে জানান ডাঃ প্রবীর ভৌমিক।
ডাঃ প্রবীর ভৌমিক জানান, "স্ক্রাব টাইফাস মূলত পোকার কামড়ে হওয়া একটি রোগ। এই রোগের জন্য দায়ী ‘ট্রম্বিকুলিড মাইট’ নামক এক ধরনের পোকা। পোকার কামড়ের পর থেকে চার পাঁচদিন অতিবাহিত হওয়ার পর জ্বর সহ নানা ধরনের উপসর্গ দেখা দেয়। এই রোগের প্রকোপ বাড়ে বর্ষাকালে। বর্ষায় যেহেতু গাছপালা, ঝোপঝাড়ের সংখ্যাটা বেড়ে যায়— তাই স্ক্রাব টাইফাসের ঝুঁকিও তৈরি হয়। স্ক্রাব টাইফাসের রোগের লক্ষণ হল তীব্র জ্বর, সারা শরীরে ব্যথা, যন্ত্রণা, বমি বমি ভাব সহ একাধিক উপসর্গ দেখা দেয়। এছাড়াও আক্রান্তের শরীরে যেখানে পোকা কামড়ায় সেখানে সিগারেটের আগুনে পোড়ার মতো গোল দাগ দেখা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: বলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন! এবছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা? কী ইঙ্গিত দিলেন শাহিদ?
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক চিকিত্সক বিভাস রায় জানান, 'স্ক্রাব টাইফাস আক্রান্ত হওয়ার থেকে সহজেই বাঁচা যায়। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাতে মশারি ছাড়া ঘুমানো একদমই উচিত না। এছাড়াও ছোটদের সব সময় ফুলহাতা জামা-প্যান্ট পরাতে হবে।'
advertisement
Saikat Shee
Location :
First Published :
August 22, 2022 7:49 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: জেলায় 'স্ক্রাব টাইফাস'-এর থাবা, হাসপাতালে ভর্তি ৪ শিশু