Neelsashthi 2023: নীলষষ্ঠী উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়

Last Updated:

Neelsashthi 2023: নীলপুজো উপলক্ষে শিব মন্দিরে মন্দিরে ভক্তদের জল ঢালার ভিড়।

+
মন্দিরে

মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড়

সৈতক শী, পাঁশকুড়া: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। চৈত্র মাসের শিবের গাজন ও চড়ক পুজোর মাধ্যমে শেষ হয় বাংলা বছর। গাজন ও চড়ক পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল নীল পুজো। প্রচলিত বিশ্বাস, নীল পুজোর দিন মহাদেবকে তুষ্ট করলেই পূর্ণ হয় মনস্কামনা। ফলে এই নীল পুজোর দিন ভক্তদের শিব মন্দিরে মন্দিরে ভিড় দেখা যায়।  নীল পুজোর আগে ভক্তরা মন্দিরে মন্দিরে মানতের পুজো দেন শিবের মাথায় জল ঢেলে ভঙ্গ করেন ব্রত।
গ্রামবাংলার অন্যতম প্রাচীন ও লোকসংস্কৃতির ধারক ও বাহক গাজন উৎসব। গ্রাম বাংলার শিব মন্দিরে মন্দিরে চৈত্র মাসে এই গাজন উৎসব পালিত হয়। চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজোর মাধ্যমে শেষ হয় গাজন উৎসব। এই গাজন উৎসবের মূল হল নীল পুজো। নীল পুজো অর্থাৎ হর পার্বতীর মিলন উৎসব। নীল পুজো উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য নদী থেকে জল তুলে বিভিন্ন শিব মন্দিরে এসে শিবলিঙ্গে জল ঢালে পুণ্যার্থীরা। তমলুক শহরে রয়েছে পুলিশের নজরদারি। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা জল তুলতে তমলুকের রূপনারায়ণ নদীতে আসছে।
advertisement
আরও পড়ুন :  ‘দাড়িতেই সুন্দরী’! থুতনির দাড়িকেই রূপ ও ব্যক্তিত্বের অঙ্গ করেছেন এই তরুণী
পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কিছু প্রাচীন শিব মন্দির রয়েছে যেখানে প্রতি বছর চৈত্র মাসে গাজন উৎসব ও নেই পুজো হয়ে থাকে। পাঁশকুড়া ব্লকের নস্কর দিঘি গ্রামেরহরেশ্বর জীউ শিবালয় মন্দিরে গাজন উৎসব উপলক্ষে নীলরাত্রির দিনে সন্ন্যাসী সহ ভক্তদের জল, দুধ ঢালার ভিড় দেখা যায়।
advertisement
advertisement
বহু পুণ্যার্থী জল ও দুধ ঢালতে আসেন ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী হরেশ্বর জীউ শিবালয় মন্দিরে। কোলাঘাটের রূপনারায়ণ নদী থেকে জল তুলে পায়ে হেঁটে মন্দিরে আসেন ভক্তরা। শিবলিঙ্গের মাথায় তারাও জল ঢালেন।
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Neelsashthi 2023: নীলষষ্ঠী উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement