East Medinipur News: ২০০ বছরের বেশি সময় ধরে শীতলা অষ্টমীর দিন কালীপুজো হয়ে আসছে

Last Updated:

রাজারামপুর গ্রামের কালীপুজো শুরু হয়েছিল প্রায় দুশো বছর আগে মহামারীর প্রকোপ থেকে বাঁচতে। বর্তমানে এই প্রাচীন কালীপুজো আজও স্বমহিমায় পূজা পাঠ চলে। 

+
East

East Midnapur News, শীতলা অষ্টমী দিন কালীপুজো

নন্দকুমার: পূর্ব মেদিনীপুর জেলাকে বলা চলে কালীক্ষেত্র। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা। ভীমা কালী রূপে পূজিত হন দেবী। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্রই কালীমন্দির ও কালী পূজার প্রচলন রয়েছে বছরের বিভিন্ন সময়। ঠিক এরকম একটি কালীপুজোর নন্দকুমার ব্লকের রাজারামপুর গ্রামের শ্মশান কালী পুজো। যার বয়স ২০০ বছরেরও বেশি।
রাজারামপুর গ্রামের কালীপুজো শুরু হয়েছিল প্রায় দুশো বছর আগে মহামারীর প্রকোপ থেকে বাঁচতে। বর্তমানে এই প্রাচীন কালীপুজো আজও স্বমহিমায় পূজা পাঠ চলে। এখানে দেবী শ্মশানকালে রূপে পূজিত হন। পূজা শুরুর ইতিহাস হিসেবে উঠে আসে কলেরা মহামারীর প্রকোপ থেকে বাঁচতে গ্রামের কয়েকজন মানুষ গ্রামের শ্মশানের ওপর কালীপুজোর আয়োজন করে, সেই থেকে এই পুজো হয়ে আসছে।
advertisement
বর্তমানে এলাকার পান চাষী ও দূরদূরান্ত এলাকা থেকে মানুষজন মনস্কামনা পূরণের পুজো দেন। ভক্তদের মধ্যে বিশ্বাস এই মন্দিরে এসে দেবী মায়ের কাছে কিছু চাইলে মা তা ফেরান না। এখানে ভক্তরা এসে প্রথমে মায়ের মন্দিরের সামনে পবিত্র কুন্ডে স্নান করে মন্দিরের চারপাশে দন্ডি কেটে পুজো দেন। ভক্তরা বাড়ির মঙ্গলের জন্য ছোট ছোট ছেলে মেয়েদের মঙ্গলের জন্য মানসিক করেন।
advertisement
advertisement
আরও পড়ুন : East Burdwan News: চার হাজার খরচ করে এই চাষ করলেই লাভ তিনগুণ! ছাদেও হবে চাষ, দেখুম চমক
তাদের সেই মনস্কামনা পূরণ হলে পুকুরের স্নান সেরে মায়ের কাছে পুজো দিয়ে যান। প্রাচীন এই কালীপুজো প্রতি বছর শীতলা অষ্টমীর দিনই শুরু হয় প্রাচীন রীতি-নীতি মেনেই। এই কালী মন্দিরের প্রতি রবিবার পূজা হয় তবে প্রতিবছর শীতলা অষ্টমী দিন থেকে বার্ষিক পুজোর বসে। পূজা পাঠ চলে নয় দিন ধরে। পূজা উপলক্ষে মেলা ও মেলায় নানান ধরনের অনুষ্ঠান হয় প্রতিদিন সন্ধ্যা বেলা।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ২০০ বছরের বেশি সময় ধরে শীতলা অষ্টমীর দিন কালীপুজো হয়ে আসছে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement