East Midnapore News: রামনগরে আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি, আশ্চর্যজনকভাবে প্রাণে বাঁচল ১১ দিনের শিশু

Last Updated:

East Midnapore News: কোনও রকমে প্রাণপণে বাড়ি থেকে বেরিয়ে আসেন সন্তোষ জানার ছেলে বৌমা সহ বাকি সদস্যরা।

কী ভয়ঙ্কর ঘটনা
কী ভয়ঙ্কর ঘটনা
পূর্ব মেদিনীপুর: রামনগর ১ নম্বর ব্লকের বাদকিয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সন্তেস্বরপুরে গ্রামের বাসিন্দা সন্তোষ জানার বাড়িতে হটাতই আগুন লাগে।গভীর রাতে আগুন লেগে গেলে কিছু বুঝে ওঠার আগেই বাড়ির অধিকাংশ অংশই পুড়ে যায়। কোনও রকমে প্রাণপণে বাড়ি থেকে বেরিয়ে আসেন সন্তোষ জানার ছেলে বৌমা সহ বাকি সদস্যরা।
তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ১১ দিনের শিশুটি নীচে পড়ে যায়। কোনও ক্রমে প্রাণপণ চেষ্টায় শিশুটিকে উদ্ধার করলেও শিশুর মা আগুনে পুড়ে আহত হয়েছেন।আগুন লাগার পর চিৎকার শুরু হয়। যা শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।গভীর রাতে আগুন লাগায় বাড়িতে থাকা নগদ টাকা সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়েছে।
advertisement
advertisement
কী কারনে এই আগুন লাগল, তা জানা যায়নি।গ্রামবাসীরা চিৎকার শুনে সবাই হাত লাগিয়ে আগুন নেভায়। কি কারনে আগুন লাগল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামনগর থানার পুলিশ।সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। আগুনে বাড়ি ভস্মীভূত হলেও ১১দিনের শিশুটি উদ্ধার হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে সুশান্ত জানার পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Midnapore News: রামনগরে আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি, আশ্চর্যজনকভাবে প্রাণে বাঁচল ১১ দিনের শিশু
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement