East Medinipur News: মহিলারা না থাকলে এই গ্রামে দুর্গা পুজো অসম্ভব! পুরুষরা নয়, মায়ের পুজো সামলান মেয়েরাই!

Last Updated:

East Medinipur News: মায়ের পুজোর সব দায়িত্ব মেয়েদের। মহিলারা ছাড়া সম্ভব না পুজো। এক অন্য পুজোর গল্প! জানুন

+
দুর্গাপুজার

দুর্গাপুজার প্রস্তুতি মহিলারা

#পূর্ব মেদিনীপুর: গ্রামের মেয়েদের ছাড়া পুজো হয় না দেবী দুর্গার। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ডাবুয়া পুকুর গ্রাম। এই গ্রামের দুর্গাপুজো চাঁদা তোলা থেকে পরিচালনার দায়িত্বে থাকেন গ্রামের মহিলারাই। আশেপাশে ১৪-১৫ টি গ্রামের কোন দুর্গাপুজো হয় না। প্রায় ১৫ কিলোমিটার দূরে দুর্গা পুজোর অঞ্জলি দিতে যেতেন পুণ্যার্থীরা। ঠাকুর দেখতে গেলেও এতটা পথ অতিক্রম করতে হত। সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামের পুজো শুরু করার। সেই থেকে হয়ে আসছে পুজো। পুজোর দায়িত্বে থাকেন মহিলারাই।
প্রথম বছর গ্রামবাসীদের পুজোর মনোবাসনা পূরণ করবার লক্ষ্যে পুরুষেরা মিলে এই পুজোর সূচনা করেছিলেন। পরে এই গ্রামের অধিকাংশ যুবকেরা ভিনদেশে ভিন রাজ্যে কর্মসূত্র থাকার কারণে পুজো প্রায় বন্ধের দিকে যাচ্ছিল। ঠিক তখন থেকেই পুজোর দায়িত্বভার তুলে নেন গ্রামের প্রায় শতাধিক মহিলারা। সেই থেকেই মহিলাদের দ্বারা পরিচালিত হয়ে আসছে এই পুজো।পুজোর জন্য তৈরি করা হয়েছে পদ্ম ফুলের চাষ, ফুলের বাগান, বেল পাতার গাছ সহ একটি পুকুর কাটা হয়েছে। দুর্গা পুজোর জন্য ফুলের যাবতীয় উপকরণ নিজেদের তৈরি বাগান থেকে সংগ্রহ করা হয়ে থাকে। পুজোর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য গুলি হল এক মন ঘি পুড়িয়ে যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অষ্টমীর দিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লাইন দিয়ে চলে পুষ্পাঞ্জলি অনুষ্ঠান। অষ্টমীর দিন গ্রামের সকলকে খিচুড়ি ভোগ পাত পেতে খাওয়ানো হয়।
advertisement
advertisement
মহিলারা এই পুজোর আয়োজন করে থাকলেও ভিন রাজ্য থেকে পুরুষেরা পুজোর কটা দিন এসে একসাথে আনন্দ উপভোগ করেন। এই পুজোকে ঘিরে প্রায় ১৫ টি গ্রামের মানুষজনদের আনন্দের সীমা থাকে না। পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, বসে মাঠে বড় আকারের মেলা। এছাড়াও রক্তদান বস্ত্র দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বোপরি মহিলাদের দ্বারা একটি আকর্ষণীয় ধনুচি নাচের অনুষ্ঠানও হয়ে থাকে এই পুজোকে ঘিরে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: মহিলারা না থাকলে এই গ্রামে দুর্গা পুজো অসম্ভব! পুরুষরা নয়, মায়ের পুজো সামলান মেয়েরাই!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement