Narendra Modi Birthday : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বিকাশ দিবস পালন দুর্গাপুরে, বিলি করা হল মিষ্টি
- Published by:Piya Banerjee
Last Updated:
Narendra Modi Birthday: দুর্গাপুরের স্বদেশ মঞ্চের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিলি করা হল মিষ্টি। ছোটদের উপহার হিসেবে দেওয়া হল বই, খাতা, পেন, চকলেট।
#পশ্চিম বর্ধমান : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে খুশিতে মাতোয়ারা গেরুয়া শিবিরের নেতা, কর্মী, সমর্থকরা। প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে নানা রকম আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। কোথাও আয়োজন করা হয়েছে ৫৬ ইঞ্চির খালি, কোথাও আবার প্রধানমন্ত্রীর সাদামাটা জীবন যাপন তুলে ধরা হচ্ছে মানুষের কাছে। তবে প্রধানমন্ত্রী জন্মদিন পালনে অন্যরকম আয়োজন করা হয়েছিল দুর্গাপুরে। দুর্গাপুরের স্বদেশ মঞ্চের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিলি করা হল মিষ্টি। ছোটদের উপহার হিসেবে দেওয়া হল বই, খাতা, পেন, চকলেট।
নরেন্দ্র মোদি পরপর দুবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বজুড়ে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা তুঙ্গে। মোদি শাহ জুটিকে ভারতীয় জনতা পার্টির থিঙ্কট্যাঙ্ক বলা হয়। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বে থেকে শুরু করে নিচুতলার কর্মী, সমর্থক - সকলেই গুরুদেব হিসেবে প্রাধান্য দেন। আর সেই মোদির জন্মদিন যে বিজেপি কর্মী সমর্থকদের কাছে উৎসবের সমান, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
সেজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা রকম আয়োজন করা হয়েছে। বাঘমুখো বিমানে নামিবিয়া থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশে এসে পৌঁছেছে সবচেয়ে দ্রুতগামী চিতা। মোদির কাছে যা অন্যতম বড় উপহার। তবে মোদির জন্মদিন পালন করতে সব স্তরের কর্মীরা সমর্থকরা নিজেদের মতো করে নানা রকম আয়োজন করেছেন। যে আয়োজনের এক ঝলক দেখা গিয়েছে দুর্গাপুরেও। সেখানে মিষ্টি, চকলেট, বই, খাতা বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে এলাকাবাসীর সঙ্গে।
advertisement
advertisement
দুর্গাপুরের স্বদেশ বিকাশ মঞ্চের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়েছিল। ডিপিএল বস্তি এলাকায় স্বদেশ বিকাশ মঞ্চের সদস্যরা গিয়ে মিষ্টি বিতরণ করেছেন। ছোটদের দেওয়া হয়েছে খাতা, পেন এবং চকলেট। প্রধানমন্ত্রীর জন্মদিনকে তারা বিকাশ দিবস হিসেবে পালন করছেন। আর সেজন্যই মোদির সমর্থক এবং বিজেপির উদ্যোগে এই আয়োজন।
advertisement
তবে শুধু স্বদেশ বিকাশ মঞ্চ নয়, নানা জায়গাতেই এই ধরনের আয়োজন করা হয়েছে। কোথাও কেক কেটে পালন করা হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন, কোথাও তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর দিনপঞ্জি। কিভাবে তিনি নিজেকে সুস্থ রাখে,ন তার খাদ্য অভ্যাস কি ইত্যাদি বিষয়। কোথাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক যাত্রাপথ তুলে ধরা হয়েছে ডকুফিল্মের মাধ্যমে। সবমিলিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশ জুড়ে উৎসবের মেজাজে রয়েছেন বিজেপি কর্মী, সমর্থকরা।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
September 17, 2022 6:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Narendra Modi Birthday : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বিকাশ দিবস পালন দুর্গাপুরে, বিলি করা হল মিষ্টি