Siliguri news : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, দীর্ঘায়ু কামনা করে ‌যজ্ঞ শিলিগুড়িতে

Last Updated:

PM Modi: শনিবার বিশ্বকর্মা পুজোর দিন নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে বিজেপির যজ্ঞের আয়োজন শিলিগুড়িতে

+
নরেন্দ্র

নরেন্দ্র মোদির জন্মদিন পালন

#শিলিগুড়ি: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে যজ্ঞের আয়োজন। শনিবার বিশ্বকর্মা পুজোর দিন নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার তিন নম্বর মন্ডলের তরফে পাঞ্জাবীপাড়ার শিব মন্দিরে ওই যজ্ঞের আয়োজন করা হয়েছিল । যজ্ঞে বসেছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, জেলা বিজেপির সহ সভাপতি নান্টু পাল সহ অন্যান্যরা ।
যজ্ঞের মাধ্যমে ভগবানের কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুর পাশাপাশি তার শারিরীক সুস্থতা কামনা করা হয় । বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন সারা দেশে বিভিন্নভাবে পালন করা হচ্ছে৷ আমরা যজ্ঞ করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করলাম । বিশ্বকর্মা পুজো ও প্রধানমন্ত্রীর জন্মদিন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।"আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন । দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে একাধিক কর্মসূচি পালন হচ্ছে গেরুয়া শিবিরের তরফে । পিছিয়ে নেই শহর শিলিগুড়িও । শহর শিলিগুড়িতে মোদির জন্মদিন উপলক্ষ্যে বিশাল যজ্ঞের আয়োজন করা হয় ৷ মূলত প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছিল এছাড়াও বিভিন্ন জায়গায় রক্তদান শিবির , চারা গাছ লাগানো থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির আয়োজন হয়েছে বিভিন্ন জায়গায় বলে জানান বিজেপি নেতা নান্টু পাল ।
advertisement
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয় শহর শিলিগুড়ির পাঞ্জাবী পাড়া এলাকার শিবমন্দিরে । নিষ্ঠাভরে সমস্ত নিয়ম মেনে প্রায় ২ ঘণ্টা সময় ধরে চলে যজ্ঞ ।যজ্ঞানুষ্ঠান শেষে বিধায়ক শংকর ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দুটো দিক থেকে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ । প্রধানমন্ত্রীর জন্মদিন এবং বিশ্বকর্মা পুজো কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে । যে জায়গায় দাঁড়িয়ে সংস্কৃতি, উন্নয়ন এবং ঐতিহ্যের মেলবন্ধন খুঁজে পাচ্ছি । সমগ্র দেশ জুড়ে নানা ভাবে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri news : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, দীর্ঘায়ু কামনা করে ‌যজ্ঞ শিলিগুড়িতে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement