East Medinipur News- ছোট ভুলে দিতে হবে মোটা জরিমানা, জনসাধারণকে সচেতন করতে পথে নামল জেলা ট্রাফিক পুলিশ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
যে কোনও ধরনের ট্রাফিক বিধি ভাঙলেই এবার মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে গাড়ি চালকদের। বাইক হোক বা চার চাকা, এমনকি পাবলিক বাসের ক্ষেত্রেও কঠোর নিয়ম আনা হয়েছে
#পূর্ব মেদিনীপুর: জেলাতে দুর্ঘটনা কমাতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা করতে তৎপর প্রশাসন। সিগন্যালিং ব্যবস্থার উন্নতি, ট্রাফিক পুলিশদের ধরপাকড় কিছুটা কাজ দিলেও, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সবকিছু। তাই এইবার বাধ্য হয়ে কড়া পদক্ষেপ নিল জেলা ট্রাফিক পুলিশ। যে কোনও ধরনের ট্রাফিক বিধি ভাঙলেই এবার মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে গাড়ি চালকদের। বাইক হোক বা চার চাকা, এমনকী পাবলিক বাসের ক্ষেত্রেও কঠোর নিয়ম আনা হয়েছে। ফলে এবার থেকে রাস্তায় বেরোলে, নিয়মগুলি না জেনে বেরোলে, সমস্যায় পড়তে পারেন গাড়ি চালকরা। নতুন নিয়ম যাতে সবাই জানতে পারে, সেই কারণে পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মোড়ে মোড়ে মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয়। প্রায় এক মাস ধরে চলবে এই সচেতনতা কর্মসূচি, এমনটাই জানান পূর্ব মেদিনীপুর জেলা ডিএসপি ট্রাফিক পবিত্র কুমার বারিক।
Location :
First Published :
February 01, 2022 8:16 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- ছোট ভুলে দিতে হবে মোটা জরিমানা, জনসাধারণকে সচেতন করতে পথে নামল জেলা ট্রাফিক পুলিশ