Kali Puja 2022|| তমলুকে ৩০ ফুটের কালী, আকর্ষণ তিনতলা বাড়ির সমান উঁচু প্রতিমা
- Published by:Shubhagata Dey
Last Updated:
30 feet height Kali Idol: করোনার কারণে পর পর দুবছর দেবী প্রতিমার উচ্চতা কম হলেও, এ বার আর কম নয়। ৩০ ফুট ত্রিশ ফুটের কালী প্রতিমা পূজিত হবে তমলুকের হাকোলার কণ্ঠীবাড় গ্রামে।
#তমলুক: প্রতিমার উচ্চতা ৩০ ফুট। কালী প্রতিমার উচ্চতা শুনে চমকে গেছেন, না চমকানোর কিছুই নেই। এই ৩০ ফুট উচ্চতার দেবী কালী প্রতিমা প্রতিবছর পূজিতা তমলুক ব্লকের কণ্ঠীবাড় গ্রামে। এই গ্রামের স্থানীয় একটি ক্লাবের প্রতিবছরই এরকম সূর্য কালী প্রতিমা পূজিত হয়ে আসছে দীর্ঘ ৩৭ বছর ধরে।
এ বার ৩৮ তম বর্ষে পা দিল এই তিন তলা বাড়ির সমান উঁচু কালি প্রতিমা পুজো। পুজোয় দেবী প্রতিমার উচ্চতাটাই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এই তিন তলা বাড়ির সমান উঁচু দেবী প্রতিমা দেখতে ভিড় জমায় জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন। মাঝে মাত্র আর কয়েকটা দিন তারপর কালীপুজো। পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিটি প্রান্তে কালীপুজো হয়। পারিবারিক পুজোর পাশাপাশি বড় বড় ক্লাবে ও কালী পুজোর আয়োজন হয়, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।
advertisement
আরও পড়ুনঃ 'কালীপুজোয় মহাদুর্ভোগ, সজাগ থাকুন', ঝড় নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর
পূর্ব মেদিনীপুর জেলায় কালীপুজো ঘিরে নানান থিমের পুজো ছড়াছড়ি। পূর্ব মেদিনীপুর জেলার সদর তমলুক শহর বারাসাতের মতোই কালী পূজার জন্য বিখ্যাত। শুধু সদর শহর তমলুক নয় গ্রাম্য এলাকাতেও বড় বড় কালীপুজোর আয়োজন করা হয়। আমি একটি পুজো তমলুক ব্লকের হাকোলার কণ্ঠীবাড়গ্রামের স্থানীয় একটি ক্লাবের। তাদের পুজোর মূল আকর্ষণ তিন তলা বাড়ির সমান উঁচু দেবী প্রতিমা। এই দেবী প্রতিমা দেখতে ভিড় জমায় সাধারণ মানুষেরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সমস্ত রুটের বেসরকারি বাস চলাচল বন্ধ কালনায়, সমস্যায় যাত্রীরা
ক্লাবের পুজো কমিটির সদস্য জানান, তাদের পুজো এবার ৩৭ পেরিয়ে ৩৮ তম বর্ষে পড়ল। প্রতিবছরই তাদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু এই সুউচ্চ কালী প্রতিমা। প্রতিবছর কালী প্রতিমার উচ্চতা বাড়ানো হয়। করোনার কারণে গত দুবছর প্রতিমার উচ্চতা কিছুটা কম হয়েছিল। কিন্তু এ বার ৩০ ফুটের প্রতিমা তৈরি চলছে পুজোর জন্য। মণ্ডপে চলছে তারই প্রস্তুতি।
advertisement
Saikat Shee
Location :
First Published :
October 20, 2022 8:26 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Kali Puja 2022|| তমলুকে ৩০ ফুটের কালী, আকর্ষণ তিনতলা বাড়ির সমান উঁচু প্রতিমা