CM at Janbazar Kali Puja 2022|| 'কালীপুজোয় মহাদুর্ভোগ, সজাগ থাকুন', ঝড় নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:
CM Mamata Banejee at Janbazar Kali Puja 2022: কালীপুজোয় মহাদুর্ভোগ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আগামিকাল অফিসারদের নিয়ে মিটিং করব। ঝড় বৃষ্টিতে সাবধানে থাকুন। আবহাওয়া দেখে বাইরে বেরোবেন।"
1/5
*'জানবাজারে যারা জান দিয়ে পুজো করেন, তাঁদের টানে এখানে আসি। আসতে না পারলে ভাল লাগে না। এটা আমার পার্মানেন্ট জায়গা।' আজ বৃহস্পতিবার বিকেলে জানবাজারের কালীপুজোর উদ্বোধনে গিয়ে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদন ও ছবিঃ আবীর ঘোষাল। 
*'জানবাজারে যারা জান দিয়ে পুজো করেন, তাঁদের টানে এখানে আসি। আসতে না পারলে ভাল লাগে না। এটা আমার পার্মানেন্ট জায়গা।' আজ বৃহস্পতিবার বিকেলে জানবাজারের কালীপুজোর উদ্বোধনে গিয়ে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদন ও ছবিঃ আবীর ঘোষাল। 
advertisement
2/5
*পাশাপাশি কালীপুজোয় মহাদুর্ভোগ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, "আগামিকাল অফিসারদের নিয়ে মিটিং করব। ঝড় বৃষ্টিতে সাবধানে থাকুন। বাজি নিয়ে সজাগ থাকুন। ঝড় হলে আগে নিজেদের জীবন দেখবেন। আবহাওয়া দেখে বাইরে বেরোবেন।"
*পাশাপাশি কালীপুজোয় মহাদুর্ভোগ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, "আগামিকাল অফিসারদের নিয়ে মিটিং করব। ঝড় বৃষ্টিতে সাবধানে থাকুন। বাজি নিয়ে সজাগ থাকুন। ঝড় হলে আগে নিজেদের জীবন দেখবেন। আবহাওয়া দেখে বাইরে বেরোবেন।"
advertisement
3/5
*এ দিকে মাল নদীতে হরপা বানে নিহতদের প্রসঙ্গে মমতা বলেন, "মালবাজারে গিয়েছিলাম আমি। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলাম। আজ সল্টলেক স্টেডিয়ামে গিয়ে কাজ করলাম।" 
*এ দিকে মাল নদীতে হরপা বানে নিহতদের প্রসঙ্গে মমতা বলেন, "মালবাজারে গিয়েছিলাম আমি। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলাম। আজ সল্টলেক স্টেডিয়ামে গিয়ে কাজ করলাম।" 
advertisement
4/5
*জানবাজারের কালীপুজোর বহু ইতিহাস। রানি রাসমণির ইতিহাস রয়েছে।
*জানবাজারের কালীপুজোর বহু ইতিহাস। রানি রাসমণির ইতিহাস রয়েছে।
advertisement
5/5
*মুখ্যমন্ত্রী বলেন, "আমি আদি গঙ্গার পাড়ে থাকি। এগুলো রানি রাসমণির জায়গা। আমি আমার বাড়ির সামনের ঘাট বানিয়ে দিয়েছিলাম। আমার বাড়ির পুজো ১৯৭৮ সাল থেকে শুরু। এখনও চলে আসছে। অনেকে পুজো শেখাতে আসে। ধর্ম শেখাতে আসে। আদিবাসী, শিডিউল কাস্ট, ব্রাক্ষ্মণ, হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধদের মধ্যেও নানা ভাগ আছে। এই ভূমি হল রবীন্দ্রনাথের। তার লেখা জাতীয় সঙ্গীতে একাধিক প্রদেশের নাম আছে।"
*মুখ্যমন্ত্রী বলেন, "আমি আদি গঙ্গার পাড়ে থাকি। এগুলো রানি রাসমণির জায়গা। আমি আমার বাড়ির সামনের ঘাট বানিয়ে দিয়েছিলাম। আমার বাড়ির পুজো ১৯৭৮ সাল থেকে শুরু। এখনও চলে আসছে। অনেকে পুজো শেখাতে আসে। ধর্ম শেখাতে আসে। আদিবাসী, শিডিউল কাস্ট, ব্রাক্ষ্মণ, হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধদের মধ্যেও নানা ভাগ আছে। এই ভূমি হল রবীন্দ্রনাথের। তার লেখা জাতীয় সঙ্গীতে একাধিক প্রদেশের নাম আছে।"
advertisement
advertisement
advertisement