East Bardhaman News- সরস্বতী পুজোর আগে ব্যস্ত মৃৎশিল্পীরা, কিন্তু দেখা নেই ক্রেতাদের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
চাহিদায় টান মূর্তি গড়ার কারখানায়। এই বছরও লাভের মুখ দেখবেন না, চিন্তায় কারিগরেরা
#পূর্ব বর্ধমান- রাত পোহালেই সরস্বতী পুজো। আট থেকে আশি সকলে মেতে উঠবে বাগদেবীর আরাধনায়। ইতিমধ্যেই খুলেছে স্কুল। তাই শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে মূর্তি কারখানায়।
Location :
First Published :
February 04, 2022 5:56 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- সরস্বতী পুজোর আগে ব্যস্ত মৃৎশিল্পীরা, কিন্তু দেখা নেই ক্রেতাদের