Purba Bardhaman News: টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Purba Bardhaman News: ভোররাতে টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি
পূর্ব বর্ধমান: শনিবার ভোর রাতে গেটের তালা ভেঙে দোকানের সামনে থেকে রাখা টোটো নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মেমারি ১ব্লকের পাল্লারোড এলাকায়। সকাল থেকেই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতুহল।কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিতকরণের দাবি তুলেছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে ব্যাবসায়ী।
এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানের মেমারির টোটোর মালিক কৌশিক ঘোষ জানিয়েছেন, ‘‘সকাল ৬ টা ঘুম থেকে উঠে দেখলাম দোকানের সামনেই টোটো রাখা থাকে , আমার টোটোর ড্রাইভার আছে , সে রোজ সকাল ৭ টা সময় টোটো নিয়ে যায়। সকালে আমার ছেলে রূপম আমাকে বলে যে বাপি টোটো নেই , তখনই সঙ্গে সঙ্গে আমি উঠে দেখি যে সত্যি টোটো নেই ।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘এর পরবর্তীতেই লক্ষ্য করলাম দোকানের যে মেন গেট দিয়ে টোটো পাস হয় সেখানকার তালা চাবি পুরো ভাঙা। তারপরই বুঝতে পারলাম যে টোটো পুরো চুরি হয়ে গেছে।’’
আরও পড়ুন - Malda News: ‘মেরি সহেলি’ যখন ত্রাতা বৃদ্ধ দম্পতির, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে গেল ! তারপর?
advertisement
তিনি আরও যোগ করেন যে সিসিটিভি ফুটেজ দেখেছি ঘটনাটি ঘটেছে ২:৫৯ থেকে ৩:১৬ র মধ্যে। দুজন ঢুকেছিল দোকানের মধ্যে । পুলিশকে গোটা বিষয়টি জানানোর পর পুলিশ এসে দেখে গেছেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন৷
কৌশিক বাবুর এখন অভিযোগ যে কীভাবে এমন একটা জায়গায় তালা-চাবি ভেঙে তারা চুরি করার সাহস পেল । তিনি বলেন যে তাঁদেরকে তাড়াতাড়ি ধরা প্রয়োজন নাহলে এমন ঘটনা আবারও ঘটবে। নিরাপত্তা না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি কৌশিক ঘোষের।
advertisement
Bonoarilal Chowdhury
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2023 8:04 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি
