Purba Bardhaman News: শ্যালক-ভগ্নীপতি লড়াই করেছিলেন পঞ্চায়েত ভোটে, হেরে গিয়েও চায়ের পার্টনার শালা বাবুই

Last Updated:

Purba Bardhaman News: ভোট পরবর্তী কালে কোনও রকম অশান্তি না করে সম্পর্ক ঠিক রেখেছেন এই গ্রামের দুই প্রার্থী 

+
স্বাভাবিক

স্বাভাবিক ভাবেই বিজনগর গ্রামের শালা এবং জামাইবাবুর সম্পর্ক ভালোই রয়েছে

পূর্ব বর্ধমান: ইতিমধ্যেই শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। তবে রাজ্য জুড়ে ভোটের আগে এবং ভোট পরবর্তীকালেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অশান্তির ঘটনা উঠে এসেছে। কিছু কিছু জায়গা রণক্ষেত্রে পরিণত হয়ে উঠেছিল এই ভোটের সময়। অনেক ক্ষেত্রে শুধুমাত্র দল আলাদা হওয়ার কারণে নিজের পরিচিত লোকেদের উপর হাত তুলতেও পিছু পা হননি অনেকে। ভোটের হিংসায় চির ধরেছে বহু সম্পর্কে। তবে এরই  উঠে এল এক অন্য রকম ছবি, ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের বিজনগর গ্রামের।
এই গ্রামে ভোটের সময় ৪০ নম্বর বুথে লড়াই চলছিল শ্যালক এবং জামাইবাবুর মধ্যে। শালা অর্থাৎ প্রশান্ত পাল প্রার্থী দাড়িয়েছিলেন তৃণমূলের হয়ে এবং জামাইবাবু অর্থাৎ দেবাশিষ মন্ডল প্রার্থী হয়েছিলেন বিজেপির হয়ে। কিন্তু ভোটের ফলাফলে জামাইবাবু হেরে গেলেও শালার সঙ্গে সম্পর্কের কোনও রকম বিচ্ছেদ হয়নি। দু’জনের মধ্যে সম্পর্ক রয়েছে একদম ঠিকঠাক।
advertisement
advertisement
এই প্রসঙ্গে শালা অর্থাৎ তৃনমূল প্রার্থী প্রশান্ত পাল জানান , দেবাশিষ মণ্ডল আমার জামাইবাবু হয়। প্রশান্ত পাল বলেন আমাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো। আমাদের মধ্যে কথাবার্তা যাতায়াত সবই আছে । সম্পর্ক আমাদের মধ্যে ঠিকই আছে কোন রকম অসুবিধা হয়নি। ভোটের রেজাল্ট এ হার-জিতের পরেও সম্পর্কে কোন ভাটা পড়েনি। উনি বলেন ভোট আলাদা জিনিস আত্মীয়-স্বজন আলাদা জিনিস।
advertisement
অন্যদিকে দেবাশিষ মণ্ডল অর্থাৎ জামাইবাবু জানান ,
advertisement
দেবাশীষ মন্ডল জানান ওনার অপনেন্টে এ বছর পঞ্চায়েত ভোটে প্রার্থী দাঁড়িয়েছিল প্রশান্ত পাল সম্পর্কে প্রশান্ত পাল ওনার শালা হয়। দেবাশিষ মন্ডল জানান উনাদের যে পারিবারিক সম্পর্ক সেই সম্পর্ক একদম ঠিক আছে। কোন অশান্তি নেই। কোনরকম মনোমালিন্যেরও সৃষ্টি হয়নি , সম্পর্ক একদম ঠিক আছে, পরিবারিক সম্পর্ক ভালোই রয়েছে।
ভোটের রেজাল্ট যাই হোক না কেন, ভোট পরবর্তীকালেও কোনরকম হিংসা অশান্তি না করে স্বাভাবিক ভাবেই বিজনগর গ্রামের শালা এবং জামাইবাবুর সম্পর্ক ভালোই রয়েছে।
advertisement
Bonoarilal Chowdhury
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: শ্যালক-ভগ্নীপতি লড়াই করেছিলেন পঞ্চায়েত ভোটে, হেরে গিয়েও চায়ের পার্টনার শালা বাবুই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement