East Burdwan News: কাটোয়ার কার্তিক লড়াই শোভাযাত্রা দেখতে জানতে হবে প্রশাসনের দেওয়া নতুন রুট

Last Updated:

নতুন রুটে নিয়ে যাওয়া হবে।এছাড়াও শোভাযাত্রায় অংশগ্রহণকারী ক্লাব গুলির জন্য রয়েছে বেশ কিছু নির্দেশিকা

প্রশাসনের দেওয়া রুটের ম্যাপ
প্রশাসনের দেওয়া রুটের ম্যাপ
পূর্ব বর্ধমান, কাটোয়া: বেশ পরিচিত পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কার্তিক লড়াই। কার্তিক পুজোর পরের দিন কাটোয়া শহরে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা । শোভাযাত্রাতে অংশগ্রহণ করে কাটোয়া শহরের প্রায় ৯০টি ক্লাব। কাটোয়ায় কার্তিক পুজো ‘কার্তিক লড়াই’ নামেই পরিচিত।
এই কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠে পুরো কাটোয়া শহর। কার্তিক-লড়াই এর শোভাযাত্রা দেখতে কাটোয়া সংলগ্ন বীরভূম, মুর্শিদাবাদ,নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান। তবে কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা যে নির্দিষ্ট রুটে গতবছর সম্পন্ন হয়েছিল, সেই রুটের কিছুটা পরিবর্তন হবে এইবছর। শোভাযাত্রা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে কাটোয়ার বিভিন্ন পুজো কমিটিদের নিয়ে বৈঠক করে পুলিশ প্রশাসন এবং নতুন রুটের একটি নির্দেশিকা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: বাতিল নারকেল মালা দিয়ে তৈরি হয় একতারা! এই ব্যবসা করে মালামাল হয়ে যান
নির্দেশিকা : শোভাযাত্রায় অংশ নেওয়া প্রতিটি ক্লাব সর্বাধিক চারটের বেশি লাইটের গেট করতে পারবে না। প্রতিটি গেটের উচ্চতা 12 ফুট এবং চওড়া আট ফুটের বেশি রাখা যাবে না । লড়াইয়ের শোভাযাত্রা বিকেল চারটে থেকে শুরু করে রাত্রি দশটার মধ্যে সম্পূর্ন করার কথা বলা হয়েছে। কোনও প্রকার শব্দবাজি, ডিজে, সাউন্ড বক্স বাজানো যাবে না শোভাযাত্রার মধ্যে ।
advertisement
advertisement
আরও পড়ুন: অভিযোগ পেয়েই বেআইনি নির্মাণের ক্ষেত্রে কড়া পদক্ষেপ পুরসভার চেয়ারম্যানের
শোভাযাত্রার নতুন রুট: টেলিফোন ময়দানের পাশ দিয়ে আসা লড়াইয়ের শোভাযাত্রা, এই বছর আর মাধবী তলা রোড ধরে ভূতনাথ তলার দিকে যাবেনা । এর পরিবর্তে মাধবী তলা মোড় থেকে, শোভাযাত্রা নতুন পথ ধরে স্টেশন বাজার চৌরাস্তা হয়ে বিদ্যাসাগর শিশুতীর্থ স্কুলের সামনে দিয়ে সুবোধ স্মৃতি রোডে ঢুকে, ইন্দিরা গান্ধী মূর্তির পাশ দিয়ে কারবালা হয়ে পুরানো রুটে মিশে যাবে। এইবছর শোভাযাত্রায় প্রায় এক কিলোমিটারেরও বেশি রুট বাড়বে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: কাটোয়ার কার্তিক লড়াই শোভাযাত্রা দেখতে জানতে হবে প্রশাসনের দেওয়া নতুন রুট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement