Purba Bardhaman News: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকে ক্রমে বেড়েই চলেছে ডেঙ্গি আতঙ্ক

Last Updated:

বর্ষা শুরু হতেই রাজ্যের বেশ কিছু জায়গায় ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা শোনা যাচ্ছে। এদের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকও। সেখানেও ক্রমে বেড়েই চলেছে ডেঙ্গি আতঙ্ক।

পূর্ব বর্ধমান, পূর্বস্থলী: বর্ষা শুরু হতেই রাজ্যের বেশ কিছু জায়গা থেকে সামনে আসছে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা। রাজ্যের প্রায় অধিকাংশ জেলা থেকেই উঠে আসছে এই পরিসংখ্যান। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকে ক্রমে বেড়েই চলেছে ডেঙ্গি আতঙ্ক। স্বাস্থ্য দপ্তরের তরফে সচেতনতা মূলক কর্মসূচি এবং প্রচার অভিযান চালানো সত্বেও ঊর্ধ্বমুখী এই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের এই এলাকায় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে নর্দমা পরিষ্কার, ব্লিচিং পাউডার ছেটানো, ওষুধ স্প্রে করার মত একাধিক কর্মসূচি চালানো হচ্ছে।
কিন্তু তার পরেও এলাকায় প্রায়শই দেখা দিচ্ছে ডেঙ্গির প্রকোপ। এদিন পূর্বস্থলী ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক সোম জানিয়েছেন, পূর্বস্থলী ১ ব্লকে শ্রীরামপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে এলাকার ৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আসেন।
আরও পড়ুন ঃ বাবা পেশায় ফেরিওয়ালা! যাদবপুর কাণ্ডে গ্রেফতার ছেলে আশিফ! কী বলছে পরিবার? জানুন
তিনি আরো বলেন, “যে জায়গাগুলো থেকে ডেঙ্গির কেস বেশি হচ্ছে, আমি নিজেও সেই জায়গাগুলোতে ভিজিটে গিয়েছিলাম। সেখানে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ চলছে। ঘরের চারপাশ পরিস্কার রাখা এবং যে জায়গাতে আমরা মশার লার্ভাগুলো পাচ্ছি সেই সমস্ত জায়গগুলোকেও স্যানিটাইজ করা হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা আমরা বাড়াচ্ছি যাতে জল না জমে।”
advertisement
advertisement
জানা গিয়েছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ভাটশালা এলাকা থেকে সবচেয়ে বেশি ডেঙ্গির কেস সামনে এসেছিল। তবে স্বাস্থ্য দপ্তর তৎপরতার সাথে ওই এলাকায় ডেঙ্গির প্রকোপ কমাতে সচেষ্ট হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকে ক্রমে বেড়েই চলেছে ডেঙ্গি আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement