Bardhaman News | Haunted House : সন্ধে হলেই নূপুর পায়ে হেঁটে বেড়ায় কেউ! নাচঘরে ভূতের নাচ! ভূতুড়ে বাড়ির ভিডিওতে চমক

Last Updated:

Bardhaman News | Haunted House :সন্ধে হলেই তেনারা এসে ভিড় জমান এই বাড়িতে! সাক্ষী বহু মানুষ! 'ভূত বাংলো'তে দুর্গা পুজো কালী পুজো হলেও বাকি সময় ভূতের উৎপাত! দেখা নেই মানুষের!

+
ভূত

ভূত বাংলো 

#পূর্ব বর্ধমান: বর্ধমান শহর লাগোয়া পলেমপুর আর এই পলেমপুরের কামালপুরে রয়েছে বহু প্রাচীন একটি বাড়ি। এই বাড়িটি প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরেই এই বাড়িতে তেমন কেউ বসবাস করে না। দুর্গা পুজো কালী পুজোয় ধুমধাম করে এই বাড়িতে পুজো হলেও বছরের অন্যান্য দিন বাড়িটিতে তেমন কেউ প্রবেশ করেন না। বিশেষ করে সন্ধের পর এই বাড়িতে পা রাখেন না কেউ। এই ভগ্ন প্রায় বাড়িটি এখন পরিচিত ভূত বাংলো হিসেবেই। যদিও সেখানে আদেও তেনাদের আসা যাওয়া আছে কিনা তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
বর্ধমানের সদর ঘাট পেরিয়ে পিলেমপুর থেকে সোজা চলে গেলেই কামালপুর। কমলাপুরে প্রবেশ করলেই যাকেই জিজ্ঞাসা করবেন ভূত বাংলো কোথায় ? জানতে চাইবেন বাংলোর সম্পর্কে। যে ধরনের কথা গুলি স্থানীয়রা শোনাবে, ভূত বাংলো...... সন্ধের পর ওদিকে আর যাওয়া যায় না। আপনারও যাবেন না। তাবিচ কবোচ আছে , না থাকলে ওদিকে একদম পা বাড়াবেন না। সাবধান....... ঠিক এই ধরনের নানা বিধ কথা শুনতে শুনতে আপনি পৌঁছে যাবেন ভূত বাংলো নামে পরিচিত সেই পুরোনো বাড়িতে। বাড়িটিকে বাইরে থেকে দেখে মনে হবে ধুস এখানে আবার ভূত থাকে নাকি, এটা তো একটা সাধারণ বাড়ি। তবে বাড়ির ভিতরে প্রবেশ করে সোজা এগিয়ে গেলেই দালানটা পেরিয়ে ভিতরে গেলেই চোখে পড়বে একটি ভগ্নপ্রায় বাড়ি। যদিও তার ঠিক পাশেই রয়েছে একটি নতুন বিল্ডিং। তবে সেখানে কেউ তেমন থাকে না বলেই জানান স্থানীয়রা। এই ভূত বাংলোর ভিতরে জমেছে আগাছা, জঙ্গলে ভরে গিয়েছে গোটা বাড়ি।
advertisement
শোনা যায়, ইংরেজ শাসনের শুরুতে এলাকার দেওয়ান নিযুক্ত হন এই বাড়ির সদস্য দেবনারায়ন বসু। সেই সূত্র ধরেই গড়ে উঠে বিশাল অট্টালিকা। জানা যায় এখানে ছিল জমিদার বাড়ির নাচঘর। বিভিন্ন জায়গা থেকে সেই সময়কার স্বনামধন্য নর্তকীরা আসতেন এখানে। সন্ধ্যার পর জমে উঠতো এই নাচ ঘর। তবে এখন সন্ধির পর শুধুই নেমে আসে আঁধার। এই বাড়ির আশেপাশে বসবাস করেন অনেকেই। তবে অদ্ভুতভাবে সারাদিন তাদের দেখা মিললেও সন্ধ্যের পর এই বাড়ির সামনে আর কেউ আসেন না। স্থানীয়দের একাংশ যেমন দাবি করছেন এখানে ভূত রয়েছে, তেমনি স্থানীয়দের আর একাংশের দাবি , যেহেতু এখানে দুর্গা মন্দির রয়েছে ফলে দেবী দুর্গা নাকি সন্ধ্যের পর আলতা পায় হেঁটে বেড়ান এই বাড়িতে।
advertisement
advertisement
আরও পড়ুন: অবাক দর্শন বাছুরের জন্ম! ছয়টি পা! গো-মাতার আর্শীবাদ নিতে ভিড় মানুষের
যদিও এইসব দাবিকে মান্যতা দিতে নারাজ বিজ্ঞান মঞ্চ। বিজ্ঞান মঞ্চের এক সদস্যের মতে, যেখানেই এভাবে অন্ধকার আগাছায় ভরে থাকে, সেখানেই নাকি ভূত থাকে এমনটাই মনে করেন অনেকেই। তবে তা ঠিক নয়। যেহেতু এই বাড়িতে তেমন কেউ বসবাস করেন না অন্ধকারে আচ্ছন্ন থাকে আগাছায় ভরে গিয়েছে , তাই লোক মুখে  প্রচলিত হয়ে গেছে এটা নাকি ভূত বাংলো। তবে এসব একেবারেই গুজব।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News | Haunted House : সন্ধে হলেই নূপুর পায়ে হেঁটে বেড়ায় কেউ! নাচঘরে ভূতের নাচ! ভূতুড়ে বাড়ির ভিডিওতে চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement