হোম /খবর /পূর্ব বর্ধমান /
অবাক দর্শন বাছুরের জন্ম! ছয়টি পা! গো-মাতার আর্শীবাদ নিতে ভিড় মানুষের

Bardhaman News | Viral : অবাক দর্শন বাছুরের জন্ম! ছয়টি পা! গো-মাতার আর্শীবাদ নিতে ভিড় মানুষের

X
ছয় [object Object]

Bardhaman News | Viral : ছয় পায়ের বাছুর নাকি ভগবানের আশীর্বাদ! অবাক দর্শন বাছুরকে দেখতে বহু মানুষের ভিড়। শোনা যাচ্ছে নানা অলৌকিক কাহিনি!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পূর্ব বর্ধমান: ছয়টি পা বিশিষ্ট এক বাছুরের জন্ম দিল এক গাভী। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত শেরপুর গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা মনোজ সিংয়ের বাড়ির এক গাভীর বাচ্চা হয়েছে । সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় বাছুরটির ছ'টি পা রয়েছে । কী ভাবে জিন গত পরিবর্তন হয়ে এমন একটি বাছুরের জন্ম হল তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না পরিবারের লোকজন ।

যদিও জন্মের পর থেকেই একেবারে অন্যান্য সদ্যোজাত বাছুরদের মতই চনমনে রয়েছে ছটি পা বিশিষ্ট বাছুরটি। এই ছটি পা বিশিষ্ট বাছুরকে দেখে ভগবানের আশীর্বাদ বলেই মনে করছেন পরিবারের সদস্যরা । এই বাছুরকে নিজের বাড়িতে রেখেই লালন পালন করবেন বলেই জানান তারা । ইতিমধ্যেই এই বাছুরকে দেখতে ভিড় জমিয়েছেন গ্রামের মানুষজন । আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ শেরপুর গ্রামে আসছেন এই বাছুরকে দেখতে । গো পালক মনোজ সিং এর বাড়িতে ভিড় জমাচ্ছেন সকলেই ।

জানা গিয়েছে, শেরপুর গ্রামে সপরিবার বসবাস করেন মনোজ সিং। বাড়িতে গরু প্রতিপালন করেন তাঁরা । সেই গো মাতার একটি এমন বাছুর জন্ম দিয়েছে । যা দেখে পরিবারের সকলেই অবাক। তাঁরা মনে করছেন এটা ভগবানের আশির্বাদ । গো পালোক মনজ সিং বলেন , বাছুরটি সুস্থ আছে এটাই অনেক । আমার কোন কিছুই চাই না কেউ চাইলেও এই বাছুর দেওয়া যাবে না তবে বাচ্চাটি যেন সুস্থ থাকে।

Malobika Biswas

Published by:Piya Banerjee
First published:

Tags: Bardhaman, Bardhaman news, Viral