Bardhaman News | Viral : অবাক দর্শন বাছুরের জন্ম! ছয়টি পা! গো-মাতার আর্শীবাদ নিতে ভিড় মানুষের

Last Updated:

Bardhaman News | Viral : ছয় পায়ের বাছুর নাকি ভগবানের আশীর্বাদ! অবাক দর্শন বাছুরকে দেখতে বহু মানুষের ভিড়। শোনা যাচ্ছে নানা অলৌকিক কাহিনি!

+
ছয়

ছয় পা যুক্ত বাছুর 

#পূর্ব বর্ধমান: ছয়টি পা বিশিষ্ট এক বাছুরের জন্ম দিল এক গাভী। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত শেরপুর গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা মনোজ সিংয়ের বাড়ির এক গাভীর বাচ্চা হয়েছে । সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় বাছুরটির ছ'টি পা রয়েছে । কী ভাবে জিন গত পরিবর্তন হয়ে এমন একটি বাছুরের জন্ম হল তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না পরিবারের লোকজন ।
যদিও জন্মের পর থেকেই একেবারে অন্যান্য সদ্যোজাত বাছুরদের মতই চনমনে রয়েছে ছটি পা বিশিষ্ট বাছুরটি। এই ছটি পা বিশিষ্ট বাছুরকে দেখে ভগবানের আশীর্বাদ বলেই মনে করছেন পরিবারের সদস্যরা । এই বাছুরকে নিজের বাড়িতে রেখেই লালন পালন করবেন বলেই জানান তারা । ইতিমধ্যেই এই বাছুরকে দেখতে ভিড় জমিয়েছেন গ্রামের মানুষজন । আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ শেরপুর গ্রামে আসছেন এই বাছুরকে দেখতে । গো পালক মনোজ সিং এর বাড়িতে ভিড় জমাচ্ছেন সকলেই ।
advertisement
জানা গিয়েছে, শেরপুর গ্রামে সপরিবার বসবাস করেন মনোজ সিং। বাড়িতে গরু প্রতিপালন করেন তাঁরা । সেই গো মাতার একটি এমন বাছুর জন্ম দিয়েছে । যা দেখে পরিবারের সকলেই অবাক। তাঁরা মনে করছেন এটা ভগবানের আশির্বাদ । গো পালোক মনজ সিং বলেন , বাছুরটি সুস্থ আছে এটাই অনেক । আমার কোন কিছুই চাই না কেউ চাইলেও এই বাছুর দেওয়া যাবে না তবে বাচ্চাটি যেন সুস্থ থাকে।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News | Viral : অবাক দর্শন বাছুরের জন্ম! ছয়টি পা! গো-মাতার আর্শীবাদ নিতে ভিড় মানুষের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement